বৃহস্পতিবার, ০৫ অক্টোবর ২০২৩, ০২:১৬ পূর্বাহ্ন
বাগেরহাট প্রতিনিধি ;
বাগেরহাটে অনলাইন জুয়ার মাধ্যমে অর্থ লেনদেন এর অভিযোগে দুইজনকে আটক করেছে বাগেরহাট সি আই ডি পুলিশের একটি টিম।৭ জুন বুধবার বিকেলে রামপালের কুমলাই গ্রামের পবনতলা এবং বৃচাকশ্রী এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করা হয়। আটককৃতরা হচ্ছে রামপালের বৃচাকশ্রী গ্রামের সৈয়দ সোহাগ হোসেন এবং কুমলাই গ্রামের পবনতলাস্হ মনিরা টেলিকম এর মালিক শেখ রিপনউদ্দিন। আকটকৃতদের মোবাইল ও কম্পিউটার চেক করে অনলাইন জুয়ার লেনদেন এর অসংখ্য তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছেন বাগেরহাট সি আই ডি পুলিশের সহকারী পুলিশ সুপার মেহেদী হাসান রন্টু। এসময়ে তাদের কাছ থেকে অনলাইন জুয়ায় ব্যবহৃত মোবাইল ও কম্পিউটার জব্দ করে নিয়ে আসে পুলিশ।আটককৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আদালতে প্রেরন করা হয়েছে। এই জুয়া ও লেনদেন এর সঙ্গে জড়িত বাকীদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান এই কর্মকর্তা।।
Leave a Reply