বুধবার, ০৭ জুন ২০২৩, ০১:৪৭ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার, মোংলা
রাজশাহী জেলা বিএনপির আহবায়ক আবু সাঈদ চাঁদকে গ্রেফতারের দাবীতে মোংলায় সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় উপজেলা ও পৌর আওয়ামী লীগের নেতা কর্মীরা। বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে মোংলা গ্রেস ক্লাব মিলনায়তনে উপজেলা ও পৌর আওয়ামী লীগের উদ্দ্যোগে সংবাদ সম্মেলন করেন নেতা কর্মীরা। আবু সাঈদ চাঁদকে গ্রেফতারের জোর দাবী জানান আওয়ামী সকল নেতৃবৃন্দরা।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ ইব্রাহিম হোসেন বলেন, গত ১৯ মে বিকেলে রাজশাহীর পুঠিয়ার শিবপুর হাট উচ্চ বিদ্যালয় মাঠে বিএনপির সমাবেশে জেলা বিএনপির আহবায়ক আবু সাঈদ চাঁদ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কবরে পাঠানোর হুমকি দেন। এ ঘটনায় চাঁদের বিরুদ্ধে মামলাও হয়েছে। তাই চাঁদসহ অন্যান্য সকল ষড়যন্ত্রকারীদেরকে দ্রুত গ্রেফতারের দাবী জানানো হয় সংবাদ সম্মেলনে।
সংবাদ সম্মেলনে পৌর মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শেখ আঃ রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুনীল কুমার বিশ্বাস, সাধারণ সম্পাদক মোঃ ইব্রাহিম হোসেন, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ কামরুজ্জামান জসিম, উপজেলা ভাইস চেয়ারম্যান ইকবাল হোসেন ও জেলা পরিষদের সদস্য আঃ জলিল শিকদার, কাউন্সিলর এসএম কবির, শরিফুল ইসলাম শরিফ, শরিফুল ইসলাম, পৌর যুব মহিলা লীগের সভাপতি সুমী লীলা, পৌর যুবলীগের সাংগঠনিক সম্পাদক লিটন হোসেন নীরব, পৌর ছাত্রলীগ সভাপতি কাজী রানা, সাধারন সম্পাদক শাহরুখ বাপ্পি,পৌর সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ফাহিম হাসান অন্তর, পৌর ছাত্রলীগের সহ সভাপতি পারভেজ খান সহ উপজেলা ও পৌর আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতা-কর্মীরা এসময় উপস্থিত ছিলেন।
Leave a Reply