বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ০৮:৪৩ অপরাহ্ন
ফকিরহাট প্রতিনিধি।
বাগেরহাটের ফকিরহাটে বিশ্ব মা দিবস-২০২৩ উদযাপন উপলক্ষ্যে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও মহিলা অধিদপ্তরের আয়োজনে রোববার (১৪ মে) বেলা ১১টায় উপজেলা অডিটোরিয়াম চত্ত্বর থেকে র্যালি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে উপজেলা অডিটোরিয়ামে আলোচনা সভা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বিধান কান্তি হালদারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ। এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ মোস্তাহিদ সুজা। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তাহিরা খাতুন। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা পলাশ কান্তি বিশ্বাস, সিনিয়র মৎস্য কর্মকর্তা জ্যোতি কনা দাস প্রমূখ। এসময় বিভিন্ন কর্মকর্তা, গনমাধ্যমকর্মি সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
Leave a Reply