বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ০৭:৫৫ অপরাহ্ন
বাগেরহাট প্রতিনিধি :
বাগেরহাটে অপরাজিতা নারীর রাজনৈতিক ক্ষমতায়ায়ন প্রকল্পে সদর উপজেলা অপরাজিতা নেটওয়ার্কের সভা অনুষ্ঠিত । বুধবার (১০ মে) সকালে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভায় সভাপতিত্ব করেন সদর উপজেলা কমিটির সভাপতি রহিমা খাতুন। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রুবাইয়া তাছনিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ও কমিটির উপদেষ্টা রিজিয়া পারভীন।
উপজেলা নেটওয়ার্কের উদ্দেশ্য ও সাংগঠনিক দক্ষতা উন্নয়ন বিষয় আলোচনা করেন প্রকল্পের এ্যাডভোকেসি ও নেটওয়ার্কিং সমন্বয়কারী খন্দকার জিলানী হোসেন। সভায় বাগেরহাট ১০ ইউনিয়নের কমিটির সকলে উপস্থিত ছিলেন। সভায় উপস্থিত অপরাজিতারা আগামী ২০২৩-২০২৪ অর্থবছরে ইউনিয়ন পরিষদের বাজেট ও পরিকল্পনায় নারী উন্নয়ন খাতে বরাদ্ধ রাখার জন্য উপজেলা নির্বাহী অফিসারের কাছে সুপারিশ মালা প্রদান করেন।রনেটওয়ার্ক সভাটি সার্বিক তত্বাবধানে ছিলেন মোঃ আতাবুর রহমান টিপু ও শিল্পী আক্তার।
Leave a Reply