মঙ্গলবার, ১২ নভেম্বর ২০২৪, ০৬:৫০ অপরাহ্ন
ফকিরহাট প্রতিনিধি।
বাগেরহাটের ফকিরহাট উপজেলার বেতাগা নিউ মার্কেট নির্মাণ কাজের শুভ উদ্ভোধন শুক্রবার (১৪ এপ্রিল) সকাল সাড়ে ১১টায় বেতাগা পশুর হাটের পার্শ্বে সরকারী খাস জমিতে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি স্বপন দাশ প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে কুদাল দিয়ে মাটি কেটে এর শুভ উদ্ভোধন করেন। দেশ ব্যাপী গ্রামীন হাট-বাজার অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় প্রায় ২ কোটি টাকা ব্যায়ে প্রথম পর্যায়ে দ্বীতল ভবন নির্মাণ করার কাজ শুরু করা হয়েছে। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফা বেগম নেলী, স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তর বাগেরহাট এর নির্বাহী প্রকৌশলী মোঃ শরীফুজ্জামান, উপজেলা প্রকৌশলী মোঃ আজিুজর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) সাইদা দিলরুবা সুলতানা, উপ-সহকারী পকৌশলী মোঃ বোরহান উদ্দিন, বেতাগা ইউপি চেয়ারম্যান মোঃ ইউনুস আলী শেখ, মেসার্স বেতাগা ট্রেডার্স এর সত্তাধিকার আনন্দ কুমার দাশ ও আ,লীগ নেতা প্রবীর কুমার বিশ্বাস।
Leave a Reply