বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ০৮:১৬ অপরাহ্ন
ফকিরহাট প্রতিনিধি।
বাগেরহাট-০১ আসনের সংসদ সদস্য জননেতা শেখ হেলাল উদ্দীনের পক্ষ হতে পবিত্র রমজান উপলক্ষে বিভিন্ন মাদ্রাসা, এতিমখানা ও লিল্লাহ বোডিংয়ে আর্থিক সহযোগীতা প্রদান করা হয়েছে। উপজেলার পিলজংগ ইউনিয়নের বৈলতলী সালেহ কমপ্লেক্সে বৃহস্পতিবার (৬ই এপ্রিল) বিকেল ৫টায় উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি স্বপন দাশ এমপি’র পক্ষ হতে এই আর্থিক সহযোগীতা প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন, পিলজংগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোড়ল জাহিদুল ইসলাম, ইউপি সদস্য শেখ সাইফুল ইসলাম, ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি শেখ আসাবুর রহমান, স্বেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদক ছোট বাবু ও বৈলতলী সালেহ কমপ্লেক্সের সহকারী শিক্ষক আবু সালেহ মোহম্মদ হুসাইন। এর আগে তিনি বিভিন্ন মাদ্রাসা এতিমখানা ও লিল্লাহ বোডিংয়ে অনুরুপ আর্থিক সহযোগীতা প্রদান।
Leave a Reply