মঙ্গলবার, ১২ নভেম্বর ২০২৪, ০৫:১৬ পূর্বাহ্ন
ফকিরহাট প্রতিনিধি।
বাগেরহাট সদর উপজেলার খানপুর ইউনিয়নের চুলকাটি বøকে কৃষি অধিদপ্তরের আয়োজনে বোরো ধানের জমিতে চলছে পার্চিং কার্যক্রম। এই পার্চিং কার্যক্রম পারিচালনা করার ফলে ধানের ক্ষেতে মাজড়া পোকা দমন সহ নানা ক্ষতিকর পোকার আক্রমন থেকে বোরো ধানকে রক্ষা করা সম্ভব হবে।
জানা গেছে, প্রতিবছর বোরো আবাদ মৌসুমে কৃষকদের রোপকৃত ধানের ক্ষেতে নানা প্রকার ক্ষতিকারক পোকার আক্রমন ঘটে থাকে। যার কারনে স্থানীয় কৃষকরা ক্ষতিকারক এই পোকার আক্রমনে দিশেহারা হয়ে পড়েন। সেই ক্ষতিকারক পোকার আক্রমন থেকে রক্ষা পাওয়ার জন্য উপজেলা কৃষি অফিস বিভিন্ন বøকে পার্চিং কার্যক্রম পদ্ধতি চালু করেন। যারই অংশ হিসাবে উপজেলা কৃষি অফিসারের নিদ্দেশক্রমে তারা খানপুর ইউনিয়নের বিভিন্ন বøকে এই পার্চিং কার্যক্রম পরিচালনা করছেন। তারা চুলকাটি বøকের ভট্টে-বালিয়াঘাটা, হাকিমপুর, যুগীডাঙ্গা, রনজিৎপুর ও কিসমত ভট্ট বøকে এই পার্চিং কার্যক্রম পরিচালনা করছেন। যার কারনে স্থানীয় কৃষকরা এই ক্ষতিকারক পোকার আক্রমন থেকে অনেকটা রক্ষা করতে পারবেন বলে উপ-সহকারী কৃষি কর্মকর্তা মিঠুন মল্লিক জানিয়েছেন।
Leave a Reply