রবিবার, ০৬ অক্টোবর ২০২৪, ০১:০১ পূর্বাহ্ন
বাগেরহাট প্রতিনিধি :
বাগেরহাট পল্লী বিদ্যুৎ সমিতির ৩৩ তম বার্ষিক সাধারন সভায় পরিচালকদের প্রত্যক্ষ ভোটে নতুন নির্বাহী কমিটি গঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৩ ফেব্রæয়ারী) সকালে ভিন্ন ভিন্ন অধিবেশন ও শ্রেষ্ঠ গ্রাহকদের মাঝে পুরস্কার বিতরণ সহ বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে এ নির্বাহী কমিটি গঠিত হয়। নিবার্হী কমিটির সভাপতি: মোঃ জামিল হোসেন, সহ-সভাপতি প্রদিপ গোলদার, সেক্রেটারি হাওলাদার সিরাজুল ইসলাম ও কোষাধ্যক্ষ শ্রাবন্তী দে নির্বাচিত হন। অনুষ্ঠানে সর্বোচ্চ আবাসিক বিদ্যুৎ ব্যাবহারকারী হিসেবে পুরস্কার পান মোল্লাহাটের শিকদার লাবলু, তিনি মোল্লাহাট উপজেলার নগরকান্দি এলাকার বীর মুক্তিযোদ্ধা শিকদার ছলেমান আলীর ছেলে। এছাড়া বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ গ্রাহক ও কুপন/লটারি বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
বাগেরহাট পল্লী বিদ্যুৎ সমিতি বোর্ডের সভাপতি মোঃ রোকনুজ্জামান খানের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পবিসের সুপারেনটেন্ট ইঞ্জিনিয়ার (বাপবিবো) মোঃ মনিরুজ্জামান, নির্বাহী প্রকৌশলী (বাপবিবো) মোঃ আঃ রহিম, জেনারেলে ম্যানেজার মোঃ নুরুল হোসাইন, উপ পরিচালক (বাপবিবো) মোঃ কামাল হোসেন, ডেপুটি জেনারেল ম্যানেজার মোঃ সিদ্দিকুর রহমান প্রমুখ।
Leave a Reply