শনিবার, ১২ অক্টোবর ২০২৪, ০১:০৩ পূর্বাহ্ন
ফকিরহাট প্রতিনিধি।
বাগেরহাটের ফকিরহাট সরকারি শেখ হাসিনা কারিগরি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ নীহার কান্তি ফৌজদারের অবসর জনিত বিদায় সংবর্ধনা কলেজের শেখ আবু নাসের একাডেমিক ভবনের মিলনায়নে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার ও কলেজ ব্যবস্থাপনা কমিটির সভাপতি মো. মনোয়ার হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি স্বপন দাশ। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি, শিক্ষক, ও শিক্ষার্থীদের পক্ষ থেকে বিদায় অতিথি অধ্যক্ষ নীহার কান্তি ফৌজদারকে ফুলেল শুভেচ্ছাসহ ক্রেষ্ট ও বিভিন্ন উপহার সামগ্রী প্রদান করা হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শেখ ফিরোজ আহম্মেদ, শেখ হেলাল উদ্দীন কলেজের অধ্যক্ষ বটু গোপাল দাশ, সরকারি ফজিলাতুন্নেছা মুজিব মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ (ভার:) দেবদুলাল বসু চম্পক, সাকিনা আজহার টেকনিক্যাল কলেজের অধ্যক্ষ মো. মিজানুর রহমান, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আলতাফ হোসেন টিপু, স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. রেজাউল করিম ফকির, প্রতিষ্ঠাতা সদস্য শেখ নুর ইসলাম সোহেল আহম্মেদ, বিদ্যোৎসাহী সদস্য মেহেরুন্নেছা। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অত্র কলেজের প্রভাষক শ্যামল কুমার সাহা। সহকারী অধ্যাপক খন্দকার আল ফেসানী তরিকুল্লাহের সঞ্চালনায় আরো বক্তৃতা করেন প্রধান শিক্ষক (অব:) অসিম কুমার মজুমদার, সহকারী অধ্যাপক অঞ্জনা রানী পাল কুন্ডু, সহকারী অধ্যাপক মাসুদ হোসেন মুক্ত, শিরীণ হক পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমর কৃষ্ণ রায়, খান মাহমুদ আরিফুল হক, শিক্ষক উত্তম দে ও শিক্ষার্থী জাকারিয়া মল্লিক প্রমূখ। উল্লেখ্য, ফকিরহাট শেখ হাসিনা কারিগরি মহাবিদ্যালয়টি ১৯৯৮সালে প্রতিষ্ঠিত হয়। ১৫/০৫/২০০০ ইং সাল থেকে ০৯/০২/২০২৩ পর্যন্ত নীহার কান্তি ফৌজদার অধ্যক্ষের দায়িত্ব পালন করে আসছেন। তিনি দীর্ঘ এই ২৩বছরে অনেক সুনাম অর্জন করেছেন। এর মধ্যে বিভিন্ন অবদানের জন্য তিনি বিভিন্ন পুরস্কারেও ভ‚ষিত হয়েছেন।
Leave a Reply