মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩, ০১:৪৭ পূর্বাহ্ন
বাগেরহাট প্রতিনিধি :
দীর্ঘ ১৬ বছর পর অনুষ্ঠিত বাগেরহাট জেলা যুবলীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় শেখ হেলাল উদ্দীন এমপি বলেন, বিএনপিকে রাজপথে শক্ত হাতে মোকাবেলা করা হবে। ঐক্যবদ্ধ থাকলে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের সামনে কোন অপশক্তি মাথাচাড়া দিয়ে উঠতে পারবে না। বুধবার (২৫ জানুয়ারী) বিকালে শেখ হেলাল উদ্দিন স্টেডিয়ামে বাগেরহাট জেলা যুবলীগের ত্রি বার্ষিক সম্মেলনে এসব কথা বলেন।
এর আগে জেলা যুবলীগের সম্মেলনের উদ্বোধন করেন, বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, যুবলীগকে আগামী দিনের চ্যালেঞ্জ গ্রহন করতে হবে। আগামী নির্বাচনে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিজয় নিশ্চিতে, আগুন সন্ত্রাসী, জঙ্গীবাদের মদদ দাতাদের রুখতে আমাদের দূর্বার আন্দোলন গড়ে তুলতে হবে।
বাগেরহাট জেলা যুবলীগের আহবায় সরদার নাসির উদ্দিন্রে সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে করেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হল, এস এম কামাল হোসেন, বন পরিবেশ ও জলবাযু পরিবর্তন বিষয়ক উপ মন্ত্রী হাবিবুন নাহার এমপি, জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শেখ কামরুজ্জামান টুকু, বাগেরহাট ২ আসনের সংসদ সদস্য শেখ তন্ময়, বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট আমিরুল আলম মিলন, প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন এ্যাডঃ মাঈনুল হোসেন খান নিখিল, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাগেরহাট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট ভুইয়া হেমায়েত উদ্দিন, বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মুজিবুর রহমান চৌধুরী নিক্সান এমপি, শেখ সোহেল, রফিকুল ইসলাম রফিক, মৃণাল কান্তি জোয়ার্দার, যুগ্ম সাধারণ সম্পাদক সুব্রত পাল, সাংগঠনিক সম্পাদক এ্যাডঃ ড. শামীম আল আহসান সোহাগ, কেন্দ্রীয় যুবলীগের সদস্য জি এম গাফফার হোসেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগ এর প্রচার সম্পাদক জয়ে দেব নন্দী, উপ দপ্তর সম্পাদক দেলোয়ার শাহজাদা, উপ গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক এ্যাডঃ নবীরুজ্জামান বাবু প্রমুখ। সম্মেলনের দ্বিতীয় পর্বে কমিটি ঘোষনার কথা রয়েছে।
Leave a Reply