মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫, ০২:৩৫ পূর্বাহ্ন
বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটে দুই দিনব্যাপি ডিজিটাল উদ্বোবনী মেলা রবিবার বিকালে সমাপ্ত হয়েছে। বাগেরহাট জেলা পরিষদ অডিটোরিয়াম চত্বরে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. হাফিজ আল আসাদের সভাপত্বিতে ডিজিটাল উদ্ভাবনী মেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে পুরস্কার বিতরন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান। বাগেরহাটে দুই দিনব্যাপি ডিজিটাল উদ্ভাবনী মেলায় জেলার বিভিন্ন প্রতিষ্ঠানের ৩৭টি স্টলে বিভিন্ন সিরকারি-বেসরকারিসহ শিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহন করেন। মেলায় সরকারি প্রতিষ্ঠানের স্টলগুলোতে তাদের প্রদত্ত বিভিন্ন সেবা সম্পর্কিত তথ্য প্রদর্শণ করা হয়েছে। সেই সাথে কিভাবে অতি সহজে সেবা পেতে পারে সে বিষয়ও জানান হয় স্টলে। কৃষি বিভাগসহ কিছু কিছু স্টল সেবা সম্পর্কিত বিভিন্ন লিফলেটও বিতরণ করে। ডিজিটাল উদ্ভাবনী মেলায প্রথমস্থান অধিকার করেছে নৌবাহিনীর মোংলা বিএন স্কুল এন্ড কলেজ, দ্বিতীয় স্থান অধিকার করেছে চিতলমারী শহীদ কালিদাস বড়াল স্মৃতি কলেজ ও তৃতীয় স্থান অধিকার করেছে বাগেরহাট সরকারী পিসি কলেজ। এছাড়া বিভিন্ন ক্যাটাকরিতে ১৫টি প্রতিষ্ঠানকে পুরস্কৃত করা হয়।
Leave a Reply