মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩, ০১:২৮ পূর্বাহ্ন
বাগেরহাট অফিস
স্বাস্থ্য সচেতনতা বাড়াতে বাগেরহাটে চারশতাধিক স্কুলছাত্রীদের মাঝে বিনামূল্যে স্যানিটারি ন্যাপকিন বিতরণ করা হয়েছে। রোববার দুপুরের শহরের বাগেরহাট সরকারী উচ্চ বালিকা বিদ্যালয় হল রুমে এসএমসির জয়া স্যানিটারি ন্যাপকিন বিতরণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক খোন্দকার মোহাম্মদ রিজাউল করীম।
এসএমসির খুলনা জোনাল অফিসের আয়োজনে বাগেরহাট সরকারী উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক রতন কৃষ্ণ হাওলাদারের সভাপতিত্বে বক্তব্য দেন সদর উপজেলা ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভীন, চিকিৎসক পার্শা সানজানা, মো:শাহীন আহসান, মাসুম ইমতিয়াজ, মহিলা পষিদ নেত্রী ফাতেমা আহমেদ পারুল, হেনা চৌধুরী, জোছনা দেবনাথ, রিমা আক্তার, মাহবুবা রহমান পিয়াসহ আরও অনেকে।
ছাত্রীদের মধ্যে বয়ঃসন্ধিকালীন স্বাস্থ্য পরামর্শ ও স্যানিটারি ন্যাপকিন বিতরণ বিষয়ে নানা পরামর্শ দেয়া হয়।
Leave a Reply