বুধবার, ০৭ জুন ২০২৩, ০১:২৫ পূর্বাহ্ন
বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাট জেলার ফকিরহাটের শুভদিয়া গ্রামের মোঃ জিয়াউল ইসলামের পৈতৃক এবং ক্রয়কৃত জমিতে জোর করে অবৈধ ভাবে দখলের চেষ্টা এবং বিভিন্ন ধরণের হয়রানিমূলক মামলা ও জমি দখলের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। গত সোমবার বিকাল ৪টার সময় মিথ্যা মামলা থেকে অব্যাহতি দেওয়ার দাবিতে শতাধিক এলাকাবাসী এ মানববন্ধনে অংশ গ্রহন করেন। অবৈধ ভাবে জমি উচ্ছেদ দাতারা হলেন, শুভদিয়া গ্রামের মৃত, মোসলেম উদ্দিন শেখ (৭২), এর কন্যা সিদরাতুল মুনতাহা(৩৬), বাবু সরদার (৭০) এর পুত্র রবি সরদার (৪৮), মৃত, মোসলেম উদ্দিন শেখ এর কন্যা বিলকিস বেগম(৪৫), আমিরপুর একই গ্রামের বাবু খাঁ (৭২) পুত্র মোজাফ্ফর খাঁ(৫০), মোজাফ্ফর খাঁ(৫০) পুত্র আলামিন খাঁ, ফকিরহাটের শুভদিয়া গ্রামের মৃত, ইনছান আলীর পুত্র মোঃ মন্টু শেখ (৪৮), এক সাক্ষাৎকারে তিনি বলেন, মোঃ জিয়াউর ইসলামের দীর্ঘদিনের ভোগ দখলের জমিতে ইজারা নিয়ে ধান ও মাছ চাষ করি এপ্রেক্ষিতে ২০২১ সালে ডিসেম্বর মাসে আমি ও আমার স্কুল পড়ুয়া ১২ বছরের সপ্তম শ্রেণীর ছাত্র রনি শেখ এর নামে মিথ্যা মামলা দিলে পুলিশ তাকে আটক করে জেল হাজতে প্রেরণ করে আসামীর মামলার সত্যতা মিললে পুলিশ তাকে ছেড়ে দেয় এর আগে আমিও মিথ্যা মামলার দায়ে কারাভোগ করে জামিনে মুক্ত হই। এ মানববন্ধন প্রতিবাদে মোঃ মহিদুল (৪৫), মোঃ ওহাব শেখ(৫০), মোঃ আজিজুল হাওলাদার(৩৮) ও জিয়াউল ইসলামের পুত্র তরিকুল ইসলাম বলেন, জমিজমা সংক্রান্ত ব্যাপারে বাগেরহাট আদলতে মামলা ও বিচারাধীন রয়েছে যার মামলা নং- ১৫৬/২১ মামলা থাকা সত্তে¡ও প্রতিপক্ষকে ফাসাঁতে তারা নানা ভাবে হুমকি-ধামকি ও ষড়যন্তমুলক হয়রানী করছে, প্রশাসনের নিকট সহযোগিতা কামনা করছি। এমনতাবস্তায় আমাদের পরিবার ভুক্তভোগী ও এলাকাবাসী নিরাপত্তাহীনতায় ভুগছি এ মানববন্ধনে মাধ্যমে প্রশাসনের কাছে সহযোগিতা কামনা করছি।
Leave a Reply