রবিবার, ০৩ ডিসেম্বর ২০২৩, ০৪:৩৫ অপরাহ্ন
ফকিরহাট প্রতিনিধি
ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের পাশে দাঁড়ালেন ফকিরহাট সদরের ইউপি চেয়ারম্যান শিরিনা আক্তার বাগেরহাট জেলার ফকিরহাটের ভৈরব নদীর পাড়ে থাকা চায়ের দোকানদার বারেক শেখের বসত বাড়িটি গতকাল রাতে আগুনে ভস্মীভূত হয়ে যায় ঘটনা স্থল পরিদর্শন করেন, ফকিরহাট সদরের ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শিরিনা আক্তার।প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ঘর সংলগ্ন বিদ্যুতের ট্রান্সমিটার থেকেই এ আগুন লাগার সম্ভাবনা। এ ঘটনায় ঘরের ভিতর থাকা সকল আসবাবপত্র পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ঘরটি কাটের তৈরি পুরো ঘরটি পুড়েে কয়রায় পরিনত হয়। আল্লাহ তায়ালার সত্য নিদর্শন ঘরে থাকা আল্লাহ পাকের কোরআনের লেখা অক্ষর গুলো অক্ষত অবস্থায় রয়েছে।এসময় উপস্থিত ছিলেন, ইউপি সদস্য শেখ শহিদুল ইসলাম, ফকিরহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক খান মোঃ আল আউয়াল ও কোষাধক্ষ্য শেখ সৈয়দ আলীসহ স্থানীয় অন্যান্য ব্যাক্তিবর্গ।পরিদর্শন শেষে চেয়ারম্যান ঘরের মালিক বারেক শেখকে ইউনিয়ন পরিষদ, জেলা পরিষদ ও প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে এই ক্ষতিপূরণের সাহায্যের বিষয়ে আশ্বস্ত করেছেন।
Leave a Reply