রবিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৫, ১২:১২ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
পবিত্র ঈদ-উল-আযহা  উপলক্ষে জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা ঈদ মোবারক
সংবাদ শিরোনাম :
বাগেরহাটে যৌথ বাহিনীর অভিযানে আটক ১৪ আওয়ামীলীগ নেতার ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ বাগেরহাটে সুন্দরবন দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা মোংলায় অপারেশন ডেভিল হান্টের অভিযানে আজও ৫ আ’লীগ নেতা কর্মি আটক মোংলার ইউএনওকে আকের মধ্যে প্রত্যাহারের দাবিতে ছাত্রদের অবস্থান কর্মসূচি কারণ দর্শানো নেটিশ ও তদন্ত কমিটিগঠন বাগেরহাটে পরীক্ষার প্রশ্নপত্রে বঙ্গবন্ধুকে স্বাধীনতার ঘোষক বলার প্রতিবাদে ছাত্র সমাজের বিক্ষোভ জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন চাই: আহমদ শফী বাগেরহাটে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত বাগেরহাটে শিক্ষার মানোন্নয়নে অধিপরামর্শ সভা বাগেরহাটে প্রবাসী স্ত্রী লাশ উদ্ধার
বখাটে রুমানের ভয়ে আতংকে অসহায় পরিবারের দিন কাটছে ”প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন”

বখাটে রুমানের ভয়ে আতংকে অসহায় পরিবারের দিন কাটছে ”প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন”

বরিশাল প্রতিনিধি :

বখাটে রুমানের ভয়ে অসহায় পরিবার। বরিশালের গৌরনদী উপজেলার বাটাজোড় ইউনিয়ানের পশ্চিম লক্ষনকাঠী গ্রামের মোঃ জামাল সরদারের বাড়ির সীমানা নিয়ে ঝগড়া বাধে ২৮/০১/২০২০ তারিখ বৃহস্পতি বার বিকেল ০৪ টার সময় একই বাড়ির মৃতঃ মোঃ জাহাঙ্গীর সরদারের ছেলে রুমান সরদার ও জাহাঙ্গীরের স্ত্রী রুনা বেগম তার লোকজন নিয়ে। জামাল সরদারের স্ত্রী অজুফা বেগম কে বেধর্ক মারধর করে। জাহাঙ্গীর ছেলে রুমান ঘুষি মেরে অজুফা বেগমের নাক ফাটিয়ে রক্তোত্ত করে । রুমান ও তার মা রুনা বেগম অজুফা কে মাটিতে ফেলে পাড়িয়ে ধরে গলা চেপে শ্বাস রোধ করে মারার চেষ্টা করে। সে সময় অজুফার গলার স্বর্ণের চেইন,নাকফুল ছিনিয়ে নেয় এবং লুটতরাজ করার জন্যে ঘরের দরজা ভাঙ্গার চেষ্টা করে। অজুফা বেগমের শাশুড়ি ও মেয়েদের ডাক চিৎকারে এলাকাবাসী জড়ো হলে। রুমান তার সঙ্গীদের নিয়ে সরে পড়ে অজুফা বেগম কে গৌরনদী থানার আশোকাঠি সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় গৌরনদী থানায় অভিযোগ দাখিল করা হয়েছে । অজুফা বেগম মুঠোফোনে রিপটার কে বলেন স্যার আমি একজন অসহায় নারী। আমার বাড়ির সীমানা নিয়ে প্রায়ই রুমান ও তার মা বোনেরা অযথাই ঝগড়া বাধায়। রুমান নেশাখোর মানুষ প্রতিদিন গভীর রাতে বাড়ি ফিরে। তার অনেক বড় বড় আত্মীয় স্বজন আছে। সব সময় দলবল নিয়ে চলে । মাঝে মধ্যে গভীর রাতে এসে আমাদের ঘরের দরজা ও জানালায় লাথি দিয়ে ভয় দেখায়। আমার ঘরে চার টি মেয়ে কোন ছেলে নেই স্বামী অসুস্থ মানুষ। ঠিকমত কাজ করতে পারেনা সংসার চলে। নিজে ঘরে বসে টেইলরিং কাজ করি ও আত্মীয় সজনের সহযোগীতায়। শশুর শাশুড়ি তারাও অসুস্থ সংসার চলে অভাব অনটের মধ্যে দিয়ে। তার উপর ওদের অসহনীয় অত্যাচার আর ভালো লাগেনা। ওরা চায় আমরা এ বাড়ি ঘর ছেড়ে দিয়ে কোথাও চলেযাই। এর আগেও একদিন আমাকে ও আমার মেয়েকে রুমান ধার আলো বটি নিয়ে ধাওয়া করে আসে। আমি ভয়ে চুপ করে সরে যাই। আর গালাগালি ভয়ভীতি তো সব সময় দেখাইতেই থাকে। ওদের অত্যাচার শয্যো করতে না পেরে নিজের পরিবারের নিরাপত্তার কারনে। এবার থানা পুলিশ কে জানিয়েছি। এ ঘটনার যানতে গৌরনদী থানায় যোগাযোগ করে জানাযায়। অজুফা বেগমের অভিযোগ গ্রহণ করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published.

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৪, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers