বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ০৪:৪১ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
পবিত্র ঈদ-উল-আযহা  উপলক্ষে জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা ঈদ মোবারক
সংবাদ শিরোনাম :
মোংলায় এক কলেজ ছাত্রীকে ধর্ষনের অভিযোগে সহপাঠি কলেজ ছাত্র আটক, থানায় মামলা   চুলকাটি প্লন্টিং ফর ফিউচার এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন বাগেরহাটে মাদকের বিরুদ্ধে পুলিশের জিরো টলারেন্স বাগেরহাটে ডিবিসি নিউজের সাংবাদিককে ‘নব্য বিএনপি-জামায়াত’ সমর্থকদের মারধর বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত বাগেরহাটের ফকিরহাটে ইজিবাইক পিকআপ সংঘর্ষে শিক্ষিকাসহ নিহত-৪ বাগেরহাটে সাংবাদিকদের সাথে মত বিনিময় করেন নবনিযুক্ত পুলিশ সুপার রামপালে পর্ণগ্রাফি আইনের মামলা করায় বাদীকে হুমকি  রামপালে কৃষকের জমি অবৈধভাবে দখলের অভিযোগ রামপালে জোরপূর্বক জমি দখল নিতে হামলা ও অগ্নিসংযোগের অভিযোগ
“শতাধিক কৃষকদের নিয়ে” ফকিরহাটে সরিষার উপর মাঠ দিবস অনুষ্ঠান

“শতাধিক কৃষকদের নিয়ে” ফকিরহাটে সরিষার উপর মাঠ দিবস অনুষ্ঠান

পি কে অলোক, নিজস্ব প্রতিবেদক
বাগেরহাটের ফকিরহাট উপজেলা কৃষি অফিসের উদ্যোগে ২০২০-২০২১ অর্থ বছরে গোপালগঞ্জ, খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা ও পিরোজপুর কৃষি উন্নয়ন প্রকল্প (জি.কে.বি.এস.পি) এর আওতায় মাঠি দিবস অনুষ্ঠান বুধবার সকাল ১১টায় পিলজংগ ইউনিয়নের টাউন নওয়াপাড়ার চামারিয়া মহাশ্নশান কালি মন্দির চত্তরে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ নাছরুল মিল্লাত এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ঢাকা খামারবাড়ি কৃষি অফিসের নবনিযুক্ত পরিচালক কৃষিবিদ কাজি আব্দুল মান্নান। তিনি তাঁর বক্তৃতায় বলেন বীজ কৃষকদের কাছ থেকে নিলে উৎপাদন ভাল হবে, আমরা বিদেশের উপর নির্ভরশীল না হয়ে নিজেদের বীজ নিজেরা তৈরী করে তা দিয়েই ফসল ফলালে উৎপাদন যেমন বাড়বে তেমনী খরচ ও কমবে। তিনি আরো বলেন বর্তমান কৃষি বান্ধব সরকার কৃষির উন্নয়নে ব্যাপক কাজ করেই চলেছেন। আমরা সরকারের সেই উদ্যোগ গুলি কাজে লাগিয়ে কম খরচে অধিক ফসল বাড়ানোর জন্য তিনি সকল কৃষকদের প্রতি আহবান জানান। বিশেষ অতিথি ছিলেন জেলা কৃষি অফিসের উপ-পরিচালক কৃষিবিদ মোঃ শফিকুল ইসলাম। তিনি তাঁর বক্তৃতায় বলেন কৃষিতে আমাদের অভাবনীয় সাফল্য রয়েছে, তেল জাতিয় ফসলের উৎপাদন বৃদ্ধি করতে হলে ১ইঞ্চি জমিও ফেলে রাখলে হবে না। তাই কৃষিকে আরো বেগবান করতে হলে সকলের প্রচেষ্টা অত্যান্ত জরুরী বলেও তিনি মন্তব্য করেন। উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার তন্ময় কুমার দত্তের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, খুলনা অঞ্চল খুলনা এর অতিরিক্ত উপ-পরিচালক কৃষিবিদ মোঃ হাসান ওয়ারিসুল কবির, বাগেরহাট এর অতিরিক্ত উপ-পরিচালক সঞ্জয় কুমার দাশ, অতিরিক্ত উপ-পরিচালক আব্দুল আল মামুন, উপ-সহকারী কৃষি অফিসার বিপুল কুমার পাল ও কৃষক আরব আলী প্রমুখ। এর আগে অতিথিবৃন্দরা মোঃ ইউনুস আলী ও আরব আলীর সরিষা ক্ষেত পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন।

Print Friendly, PDF & Email

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published.

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৪, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers