বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ০২:৫১ পূর্বাহ্ন
বাগেরহাট অফিস
বাগেরহাটে বিশ্ব কুষ্ঠ দিবস ২০২১ উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।সম্মিলিত প্রচেষ্ঠায় কুষ্টকে জয়ি করি এই প্রতিবাদ্যকে সামনে রেখে গতকাল বুধবার সকাল ১০টায় বাগেরহাট সদর হাসপাতাল চত্বর থেকে একটি র্যালী বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে সি এস এস এর আয়োজনে বাগেরহাটের সিভিল সার্জন ডা: কে এম হুমায়ুন কবিরের সভাপতিত্বে ও স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা নীহার রজ্ঞন হালদারের সঞ্চালনায় দিনের তাৎপর্য তুলে ধরে হাসপাতালের হল রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।উক্ত আলোচনা সভায় বক্তৃতা করেন,সদর হাসপাতালের অর্থপেডিকের সিনি: কলসানটেন্ড ডা: এস,এম শাহনেওয়াজ,মেডিসিন এর জুনি: কলসানটেন্ড ডা: সাইদ আহম্মেদ,চর্ম ও যৌন এর কলসানটেন্ড ডা:আবুল বাসার মো: সাদী,এ্যানেসথিয়ার কলসানটেন্ড ডা: মো: এসকেন্দার হোসেন,শিশু বিষয়ক কলসানটেন্ড ডা: খান শিহান মাহমুদ,বাগেরহাট প্রেস ক্লাবের সাবেক সহসভাপতি মোল্লা আব্দুর রব,সি এস এস এর প্রজেক্ট অফিসার মো: খালেকুজ্জামান,প্রোগ্রাম অর্গনাইজার মো: হালিম,যক্ষা কুষ্ট নিয়ন্ত্রন সহকারী বাবু সুব্রত পাল প্রমুখ।উক্ত আলোচনা সভায় হাসপাতালের চিকিৎসকগন, সিনি: ষ্টাফ নার্স ,এস,এ, সি,এম ও কুষ্ট রোগীরা উপস্থিত ছিলেন।
Leave a Reply