শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪, ০২:৫০ অপরাহ্ন
বাগেরহাট অফিস
বাগেরহাটের মোংলায় একটি হরিণের মাথা ও ৪৭ কেজি মংসসহ তিন চোরাকারবারিকে আটক করেছে কোস্ট গার্ড পশ্চিম জোন মোংলা।গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (৩০ জানুয়ারি) গভীর রাতে মোংলা উপজেলার দিগরাজ বাজার সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে মাথা ও মাংসসহ চোরাকারবারিদের আটক করে কোস্টগার্ড সদস্যরা।এসময়,০৩ টি মুঠোফেন, একটি হরিণের মাথা,ভুড়িসহ ৪৭ কেজি হরিণের মাংস জব্দ করে কোস্টগার্ড।আটককৃতরা হলেন,খুলনা জেলার দাকোপ উপজলার ডাংমারী গ্রামের আবু সরদারের ছেলে মোনা সরদার(৩২), বাগেরহাট জেলার রামপাল উপজেলার বন্নি গ্রামের জাফর শেখের ছেলে জাহিদ শেখ(৩৮) এবং মোংলা উপজেলার দক্ষিন কানমারি গ্রামের মোহাম্মাদ আলীর ছেলে মোঃ শহিদুল (৪০)পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য জব্দকৃত হরিণের মাংস এবং আটককৃতদের ঢাংমারী ফরেস্ট অফিসে হস্তান্তর করা হয়েছে।
রবিবার (৩১ জানুয়ারি) দুপুরে কোস্টগার্ড পশ্চিম জোন মোংলার লেফটেন্যান্ট এম মাজহারুল হক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আমরা একটি হরিণের মাথা ও ৪৭ কেজি মংসসহ তিন চোরাকারবারিকে আটক করেছি। সুন্দরবন ও সুন্দরবনের প্রানিজ সম্পদ রক্ষায় আমাদের অভিযান অব্যাহত থাকবে।
Leave a Reply