বৃহস্পতিবার, ০৫ অক্টোবর ২০২৩, ০৬:১২ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক
বাগেরহাটের ফকিরহাটে খুলনা র্যাব-৬ এর মাদক বিরোধী বিশেষ অভিযানে দুই মাদককারবারীকে আটক করা হয়েছে। এসময় আটককৃতদের নিকট থেকে ৮ কেজি একশত গ্রাম গাজা উদ্ধার করা হয়েছে। জানা গেছে, খুলনা র্যাব-৬, (স্পেশাল কোম্পানী) এর একটি আভিযানিক দল গোপন সংবাদের মাধ্যমে জানতে পারেন যে, ফকিরহাট থানাধীন শুকদাড়া গ্রামের জনৈক কামাল এর বসত বাড়ির উত্তর পাশে কতিপয় ব্যক্তিরা মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্য অবস্থান করছে। এরুপ প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আভিযানিক উক্ত র্যাবের চৌকশ দলটি বৃহস্পতিবার রাতে উক্ত স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে দুইজনকে আটক করে। এসময় তাদের নিকট থেকে ৮কেজি একশত গ্রাম গাজা উদ্ধার করে। আটককৃতরা হলো বাগেরহাটের মোংলা উপজেলার দিগরাজ গ্রামের মো: সাহেব আলী গাজীর ছেলে মোঃ সেলিম গাজী (৩৫) ও যশোরের বেনাপোলের নারায়নপুর গ্রামের মৃত আইয়ুব আলী মন্ডলের পুত্র আঃ সবুর (৩৫)। এ ব্যাপারে ফকিরহাট মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে। যার নং-১১.তারিখ-২৯/০১/২০২১ইং
Leave a Reply