বুধবার, ২৯ মার্চ ২০২৩, ০৬:৫০ পূর্বাহ্ন
প্রতিকী ছবি
বাদশা আলম / সাকিব, নিজস্ব প্রতিবেদক,
মাননীয় প্রধান শেখ হাসিনা অসহায় দুস্থ আশ্রয়হীনদের মাঝে বঙ্গবন্ধু শেখ মুজিব বর্ষে বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলায় ৩০টি পাকাঘর করেছেন। এ বিষয়ে উপজেলা প্রশাসন ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাইদা দিলরুবা সুলতানা বলেন, উপজেলার পিলজংঙ্গ ইউনিয়নের ২২টি ঘর ও লখপুর ইউনিয়নের ৮টি মোট ৩০টি ঘর ববাদ্দ হয়েছে। অসহায় দুস্থ ঘরহীনদের একটু মাথা গোজার ঠাই হবে ও সুখে শান্তিতে থাকতে পারবে। তাদের মুখে হাসি ফুটানোর মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দপ্তর থেকে পরিচালিত, বঙ্গবন্ধু মুাজিব বর্ষ উপলক্ষে আশ্রয়হীনদের মাঝে ঘরের কাজ দ্রুত এগিয়ে চলছে। তিনি আরও বলেন, এক একটি ঘরের জন্য ২ লক্ষ টাকা(প্রায়) বরাদ্দ হয়েছে। ঘরহীনদের কয়েক জনের সাথে কথা হয় শাহিদা, আব্দুল হক, মিজানুর, হুমাইয়ুন বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দেওয়া ঘর পেয়ে আমরা উচ্ছাসিত ও আনন্দিত। সারাদিন মাঠে ঘাটে অন্যের ক্ষেতে কাজ কর্ম করে বসবাস করতে পারব। রোদ-বৃষ্টিতে আমাদের আর অন্যের বাড়ীতে যেতে হবে না। এ জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে আল্লাহ তাকে দীর্ঘায়ু করেন । এ বিষয়ে কথা হয় পিলজংঙ্গ ইউনিয়ন পরিষদের সদস্য ও আওয়ামী লীগ নেতা মোঃ খালেকুজ জামান ও পিলজংঙ্গ ইউনিয়ন শ্রমিকলীগের সভাপতি মোঃ ওপিয়ার রহমান ওপি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বঙ্গবন্ধু মুজিব বর্ষে অসহায় দুস্থদের মাঝে যে ঘরগুলো বরাদ্দ হয়েছে তাতে ঐ পরিবারগুলো তাদের একটু মাথা গোজার ও নির্বিগ্নে বসবাসের উপযোগীর জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা জানাচ্ছি।
Leave a Reply