রবিবার, ০২ এপ্রিল ২০২৩, ০১:২৯ পূর্বাহ্ন

বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় মটরসাইকেল চালক নিহত

বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় মটরসাইকেল চালক নিহত

বাগেরহাট অফিস
বাগেরহাটের শরণখোলায় মটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে শহিদুল ইসলাম (৩৪) নামের এক মটরসাইকেল চালক নিহত হয়েছেন।মঙ্গলবার (১২ জানুয়ারি) দুপুরে দেড়টার দিকে সাইনবোর্ড-বগী আঞ্চলিক মহাসড়কের শরণখোলা উপজেলার আমড়াগাছিয়া বাজার সংলগ্ন শিং বাড়ি এলাকায় এ দূর্ঘটনা ঘটে। এসময় মটরসাইকেলের পিছনে থাকা স্কাভেটর ড্রাইভার মোঃ আব্দুল্লাহ শেখ (২২) গুরুত্বর আহত হয়েছেন।
নিহত শহিদুল ইসলাম শরণখোলা উপজেলার দক্ষিন রাজাপুর গ্রামের মাওলানা শামসুল হকের ছেলে।তিনি শরণখোলায় নির্মানাধীন বেড়িবাঁধে নিয়োজিত স্কাভেটরের দেখাশুনা করতেন।আহত আব্দুল্লাহ মাগুরা জেলার মোহাম্মাদপুর থানার কাওরা গ্রামের খোকন শেখের ছেলে।সে শরণখোলায় স্কেভেটর চালাতেন।
শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান বলেন,শরণখোলা থেকে মোরেলগঞ্জের দিকে যাওয়ার পথে শিংবাড়ি এলাকায় মটর সাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে মেগনি গাছের সাথে ধাক্কা লেগে গুরুত্বর আহত হন শহিদুল ইসলাম।পরে স্থানীয়রা উদ্ধার করে শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।আহত আব্দুল্লাহ এখন সুস্থ্য রয়েছে।

Print Friendly, PDF & Email

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published.

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০২০২১, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers