বৃহস্পতিবার, ০৫ অক্টোবর ২০২৩, ০৪:৫২ পূর্বাহ্ন

চুলকাটি অনলাইন টিভি ও নিউজ মিডিয়া, সত্য প্রকাশের অঙ্গীকার। 
সংবাদ শিরোনাম :
মোংলা বন্দরে তিন নম্বর সংকেত, বৃষ্টিতে জলাবদ্ধতায় জনজীবন বিপর্যস্ত রামপালে ওয়ারেন্টভূক্ত আসামীসহ গ্রেফতার -৪  নতুনধারার রাজনৈতিক কর্মশালা অনুষ্ঠিত বাগেরহাটে দৈনিক আমাদের সময়ের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত রামপাল বিদ্যুৎকেন্দ্রের জন্য এলো ৩৪২০০ মেট্রিক টন কয়লা মোংলা বন্দরে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের পণ্য নিয়ে রাশিয়ান জাহাজ রামপালে নিরীহদের ফাঁসাতে সড়ক দুর্ঘটনায় আহত ব্যাক্তির মামলা দায়েরের অভিযোগ সাংবাদিককে পেটালেন পৌর কাউন্সিলরও শ্রমিক লীগ নেতা সুন্দরবনে বাঘের পেটে জেলের পুরো দেহ, পাওয়া গেল মাথা ও রক্তাক্ত প্যান্ট রামপালে জমির দখল পেতে যুবকের সংবাদ সম্মেলন
বাগেরহাট জেলা পুজা উদযাপন পরিষদের বর্ধিত সভা অনুষ্ঠিত

বাগেরহাট জেলা পুজা উদযাপন পরিষদের বর্ধিত সভা অনুষ্ঠিত

বাগেরহাট অফিস
বাগেরহাট জেলা পুজা উদযাপন পরিষদ বর্ধিত সভা গতকাল হরিসভা মন্দিরে অনুষ্ঠিত হয়েছে। জেলা পুজা উদযাপন পরিষদ এর সভাপতি বাবু অমিত রায় এর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক বাবু অবনীশ চক্রবর্তী সোনার সঞ্চালনায় উক্ত সভায় বক্তৃতা করেন,বাগেরহাট জেলা হিন্দু বৌদ্ব খ্রীষ্টান ঐক্য পরিষদ এর সভাপতি বাবু শীব প্রসাদ ঘোষ,জেলা পুজা উদযাপন পরিষদ এর উপদেষ্ঠা বিশ্ব নাথ গৌতম বাবু,সহসভাপতি বাবুল সরদার,অম্বরীশ রায়,স্বপন দাস,রবিন বিশ্বাস,পারিজাত পাল,স্বপন বিশ্বাস, বিজয় চক্রবর্তী,নিবাস বিশ্বাস,দিপংকর দাস,পার্থ দেব সাহা,অমিয় পাল,এ্যাড: দিলিপ মল্লিক,পুলিন সাহা,প্রফুল্ল মন্ডল,অরিন্দম দেবনাথ,অলিপ সাহা(কালা)অধ্যক্ষ স্বপন রায়,শৈলেন্দ নাথ মন্ডল,শিব সজল যিশু ঢালী,পিজুস মজুমদার,এ্যাড: অরবিন্দু সাহা,বাবু শৈলেন্দ্র নাথ মন্ডল,ননী গোপাল চক্রবর্তী,উদয় শংকর বিশ্বাস,সুশান্ত কোটাল,স্বপন বিশ্বাস,রাম দাস,পার্থ দেব সাহা,সুযষ কান্তি মন্ডল ,দেবাশীষ পাল,এ্যাড: অমিতাব বড়াল বাপ্পী,গোবিন্দ্র হালদার,অচিন কুমার দাস,বাসু দেব রায় চৌধুরী,অজিত হালদার,নিহার রঞ্জন হালদার,সুবীর রায়,দেবাশীষ পাল,ঝিমি মন্ডল,সুনয়না রায়,কাবেরী হালদার,রতন নন্দী,পুরবী সমাদ্দার,বাবু প্রদিপ বসু সন্তু,পারিজাত পাল,গোবিন্দ্র হালদার,সুমন দাস,বাবু মোহন হালদার,এ্যাড: জগৎ জীবন বসু, প্রমুখ।উক্ত বর্ধিত সভায় কমিটির মেয়াদ উত্তির্ন উপজেলার পুনাঙ্গ কমিটি আগামী ৩মাস ও ইউনিয়নের কমিটি ২মাসের মধ্যে সম্মেলনের মাধ্যমে সফল করার জন্য সিন্দান গৃহিত হয়।

Print Friendly, PDF & Email

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published.

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০২০২১, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers