বৃহস্পতিবার, ০৫ অক্টোবর ২০২৩, ০২:২৯ পূর্বাহ্ন
পি কে অলোক, (নিজস্ব প্রতিবেদক)
বাগেরহাটের ফকিরহাট উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের শিক্ষা অফিসার এর কক্ষে অগ্নিকান্ডের ঘটনায় গুরুত্বপূর্ন কাগজপত্র সহ কক্ষে থাকা সকল জিনিসপত্র পূড়ে ভস্মিভূত হয়ে গেছে। ঘটনাটি সোমবার দিবাগত রাত আনুমানিক ২ টার দিকে ঘটেছে বলে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আশীষ কুমার নন্দী জানিয়েছেন। বিদ্যুতের সর্ট সাকিটের মাধ্যমে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিক ভাবে ধারনা করছেন। রাতে উক্ত কক্ষে অঘ্নিকান্ডের ঘটনা ঘটলে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কর্মচারী সহ স্থানীয়রা টের পেয়ে পানি ঢেলে আগুন নিয়ন্ত্রনে আনলেও ততক্ষনে সকল কাগপত্র, প্রেজেক্টর সহ বিভিন্ন আসবাবপত্র ও জিনিসপত্র পুড়ে ছাই হয়ে গেছে। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী অফিসার মো: তানভীর রহমান। এ ব্যাপারে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফকিরহাট মডেল থানায় একটি জিডি করেছেন।
Leave a Reply