শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩, ০২:১০ অপরাহ্ন
বাগেরহাট অফিস
কুষ্টিয়ায় জাতির জনক বঙ্গবন্দু শেখ মুজিবর রহমান এর ভাস্কর্য ভাঙ্গা ও জাতির জন কে কটুক্তি করে বক্তব্য প্রদান করার প্রতিবাদে বাগেরহাট আইনজীবী সমিতির উদ্যেগে গতকাল মঙ্গলবার সকালে নতুন কোর্ট চত্বরে ঘন্টা ব্যাপ্পী মানব বন্ধন কর্মসুচী ও প্রতিবাদ সমাবেশ এর আয়োজন করে।সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত মানব বন্ধন কর্মসুচী পালন শেষে বাগেরহাট জেলা আইনজীবী সমিতির সভাপতি ড, এ কে আজাদ ফিরোজ টিপুর সভাপতিত্বে ও জেলা নারী শিশু আদালত ১ এর পিপি এ্যাড: খান সিদ্দিকুর রহমান এর সঞ্চালনায় উক্ত প্রতিবাদ সভায় বক্তৃতা করেন,জেলা আইনজীবী সমিতির নেতা বিজ্ঞ আইনজীবী এ্যাড: শাহ ই আলম বাচ্চু,এ্যাড: ফরিদ উদ্দিন,এ্যাড: ভুইয়া হেমায়েত উদ্দিন,এ্যাড: শেখ মোহাম্মাদ আলী,এ্যাড: মল্লিক আবু জাফর, এ্যাড: আলী আকবর,এ্যাড: কামরুল ইসলাম,এ্যাড: সিতারানী দেবনাথ,এ্যাড: মিলন কুমার ব্যানার্জী,এ্যাড: রনজিৎ কুমার মন্ডল,এ্যাড: সেলিম আজাদ,এ্যাড: দেবদাস রানা,এ্যাড: সাহা অসীম কুমার প্রমুখ।এসময় জেলা আইনজীবী সহকারী সমিতির সভাপতি মোড়ল মিজানুর রহমান মিন্টু,সাধারন সম্পাদক মো: লিটন মোল্লাসহ মো: হাসমত আলী ও মো: সেলিম কবিরের নেতৃত্বে আইনজীবী সহকারী সমিতির সদস্যরা উক্ত মানব বন্ধন ও প্রতিবাদ সমাবেশে অংশ গ্রহন করেন।গভায় বক্তারা বলেন,বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙ্গালী জাতির অস্তিত্ব।বাঙ্গালী জাতির ইতিহাস, ঐতিহ্যের সাথে মিশে আছেন তিনি।বঙ্গবন্ধুকে বাদ দিয়ে বাংলাদেশের কথা চিন্তা করা যায় না। কিন্তু ধর্মীয় নেতা বাবু নগরী ও মামুনুলহক বঙ্গবন্ধুর ভাস্কর্যের বিরুদ্ধে যে কথা বলেছে তা বাঙ্গালী জাতি মেনে নিবে না।অভিলম্বে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানে ভাস্কর্য ভাঙ্গায় জড়িত বাবু নগরী ও মামুনুলহককে অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্ত মুলক শাস্তির দাবী জানান।
Leave a Reply