বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ০৩:২৬ পূর্বাহ্ন
আলমগীর হোসেন,(নিজস্ব প্রতিবেদক)
বাগেরহাটের ফকিরহাট উপজেলা পরিষদের উদ্যোগে বেতাগা ইউনিয়ন পরিষদের আয়োজনে পূর্ববেতাগা তপন স্মৃতিমঞ্চে ১৮ নভেম্বর ২০২০ বুধবার বিকালে মুজিববর্ষে সার্বিক সাক্ষরতা আন্দোলন বেতাগা ইউনিয়নে সরাসরি অক্ষর জ্ঞান কার্যক্রমের শুভ উদ্বোধন অনুষ্টিত হয়।উক্ত অনুষ্ঠানে বেতাগা ইউপি চেয়ারম্যান মোঃ ইউনুস আলী শেখের সভাপতিত্বে সরাসরি অক্ষর জ্ঞান কার্যক্রমের শুভ উদ্বোধন করেন বাগেরহাট জেলা প্রশাসক মোঃ মামুনুর রশীদ।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফকিরহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান স্বপন দাশ,ফকিরহাট উপজেলা নির্বাহী অফিসার মোঃ তানভীর রহমান,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রহীমা সুলতানা বুশরা,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দিবাশীষ বিশ্বাস,সরকারি ফজিলাতুন্নেছা মুজিব মহিলা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ অমিত রায় চৌধুরী।এছাড়া এসময় বেতাগা ইউনাইটেড মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রদ্যুৎ কুমার দাশ,বেতাগা আদর্শ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিখিল চন্দ্র দাশ, বেতাগা ইউপি সচিব এস এম দাউদ আলী,ইউপি সদস্য অসিত কুমার দাশ,কামরুন্নাহার নিপা,বেতাগা ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগন সহ নিরক্ষর ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
Leave a Reply