মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ০১:২৮ পূর্বাহ্ন
বাদশা আলম /সাকিব
বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার অনলাইন সাংবাদিক এ্যাসোসিয়েশনের আহবায়ক সিনিয়র সাংবাদিক পি কে অলোক এর ভগ্নিপতি ও পিলজংগ ইউনিয়নের শ্যামবাগাত গ্রামের বাসিন্দা পিতা মৃতঃ দিনবন্ধু শীল এর পুত্র বিমল চন্দ্র শীল (৬৫) পরোলোক গমন করেছেন। রোববার রাত ৮টায় তিনি নিজ বাড়ীতে হৃদরোগে আক্রান্ত হলে বাড়ির লোকজন তাঁকে ফকিরহাট উপজেলা সরকারী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তারা তাঁকে মূতঃ ঘোষনা করেন। মূত্যুকালে তিনি ১পুত্র তিন কন্যা ও স্ত্রী সহ অসংখ্য আত্নীয় স্বজন রেখে গেছেন। সোমবার সকাল ১১টায় টাউন নওয়াপাড়ার শ্রী শ্রী চামারিয়া মহা-শ্নশানে তাঁর শেষকৃত্য সুসম্পন্ন করা হয়। তাঁর মূত্যুতে এলাকার শোকের ছায়া নেমে এসেছে।
Leave a Reply