শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪, ০২:৫২ অপরাহ্ন
চুলকাঠি অফিস
খুলনা-মোংলা মহাসড়কে বাগেরহাটের সদর উপজেলা চুলকাঠি বাজারে আজ পবিত্র জুম্মার নামাজ ও দোয়া শেষে চুলকাঠি বাজার কেন্দ্রীয় জামে মসজিদের সামনে সর্বস্তরের ইসলামি জনতার উদ্যোগে বিশাল মানববন্ধনে অংশ গ্রহন করেন বিভিন্ন এলাকা থেকে ছুটে আসা সকল ধর্মপ্রাণ মুসাল্লিবৃন্দ জনস্রোতে পরিনত হয় তাওহিদী জনতার ঢলে। নারারে তাকবীর আল্লাহু আকবর ধ্বনিতে মুখোরিত হয় খুলনা- মোংলা মহাসড়ক রোড। মানববন্ধন কর্মসূচি পালন করে কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে সমবেত হয় আন্দোলনরত জনতা। ফ্রান্সে মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) কে কটুক্তি এবং ব্যঙ্গচিত্র কার্টুন প্রদর্শনের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন,এলাকাবাসী ও ধর্মপ্রাণ মুসাল্লিবৃন্দ।বিশেষ ভাবে মানববন্ধন প্রতিবাদকারীর বক্তব্যে বলেন, ফ্রান্সের প্রেসিডেন্ট মাইক্রো এর কঠোর সমালোচনা করে তারা বলেন, ফ্রান্স সরকার বিশ্ব মুসলমানের অন্তরে আগুন জ্বেলে দিয়েছে। মুসলমানদের প্রধান নেতা বিশ্ব মানবতার মুক্তির দিশারী দোযানের বাদশা মুসলমানদের নয়নের মনি মোহাম্মদ মোস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান করে এবং তার ব্যঙ্গচিত্র কার্টুন প্রদর্শন করে যে অপরাধ করেছেন জাতীয়ভাবে ক্ষমা না চাওয়া ছাড়া মুসলমান ঘরে ফিরে যাবো না।আমাদের শরীরে শেষ রক্ত বিন্দু দিয়ে আমাদের প্রিয় নবীজীকে নিয়ে অবমাননার প্রতিবাদ করবে সারা বিশ্বের তাওহিদী জনতা।কোন নাস্তিক জাতি ইসলাম ও নবীকে কটূক্তি করলে লাখো তাওহিদী জনতা প্রতিবাদ করতে জীবন দিতে রাজি। প্রতিবাদী জনতার কন্ঠে প্রতিধ্বনি ছিলো মহানবী হযরত মোহাম্মদ (সা.)কে নিয়ে অবমাননা ও কটূক্তি চলবে না মানবো না,অবমাননাকারীর ফাঁসি চাই দিতে হবে।উক্ত প্রতিবাদ ও মানববন্ধন থেকে উগ্রফাসিবাদী নাস্তিকদের বাংলার জমিনে কোন ঠাই হবে না এলাকাবাসী ও মুসাল্লিবৃন্দ একথা বলেন। সরকারের কাছে আমাদের একটাই দাবী মহানবী হযরত মোহাম্মদ (সা.) নিয়ে সকল কটূক্তি ও অবমাননা কোন ভাবে মেনে নেবে না বাংলার রাসুল প্রেমী তাওহিদী জনতা।এছাড়া কাটাখালী,বাগেরহাট সদরে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধন শেষে দোয়া অনুষ্ঠানের মধ্যে দিয়ে প্রতিবাদ সমাবেশ শেষ হয়।
Leave a Reply