শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪, ১১:১৭ অপরাহ্ন
বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাট জেলার মোংলার জয়মনি খাল এলাকায় থেকে ৯৫০ গ্রাম গাঁজাসহ মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে কোস্টগার্ড। শুক্রবার দিবাগত রাতের এ ঘঠনায় শনিবার (১৭ অক্টোবর) মোংলা থানায় মামলা হয়েছে। গ্রেফতারকৃত মাদক বিক্রেতা মোঃ শামিম (২৯) বাগেরহাটের মোংলার জয়মনি এলাকার মৃত আনোয়ার সাব্বিরের ছেলে। তাকে মোংলা থানায় হস্তান্তর করা হয়।কোস্টগার্ড পশ্চিম জোনের গোয়েন্দা কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার ইমতিয়াজ আলম জানান, কোস্টগার্ডের এখতিয়ারভূক্ত এলাকাসমূহে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রন, চোরাচালান প্রতিরোধ ও জননিরাপত্তার পাশাপাশি মাদকদ্রব্য নিয়ন্ত্রনে কোস্ট গার্ডের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে।
Leave a Reply