শনিবার, ১০ জুন ২০২৩, ১২:২৩ পূর্বাহ্ন
আরিফ ঢালী,(নিজস্ব প্রতিবেদক) ঃ
বাগেরহাট জেলা বিএনপির সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে বাগেরহাট জেলা বিএনপির কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। জেলা বিএনপির আহবায়ক এটিএম আকরাম হোসেন তালিমের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন, যুগ্ন আহবায়ক কামরুল ইসলাম গোরা, সমশের আলী মোহন, ড. শেখ ফরিদুল ইসলাম, সদস্য সচিব মোজাফফর রহমান আলম, বিএনপি নেতা মোংলা পোর্ট পৌরসভার মেয়র জুলফিকার আলী, শেখ হাফিজুর রহমান হাফিজ, হাফিজুর রহমান তুহিন, সৈয়দ নাছির আহমেদ মালেক, ব্যরিষ্টার জাকির হোসেন, মনিরুল হক ফরাজীসহ আহবায়ক কমিটির সদস্যবৃন্দ। সভায় বাগেরহাট জেলার বিএনপির সকল ইউনিটে অতিদ্রুত সময়ের মধ্যে আহ্বায়ক কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়।বর্ধিত সভার মাধ্যমে ইউনিট কমিটি বিলুপ্ত ঘোষনা করে ধারাবাহিকভাবে সকল ইউনিটের কমিটি গঠনের কর্মপরিকল্পনা ব্যক্ত করেন বক্তারা। আগামীতে বিএনপিকে শক্তিশালী করতে দলের সক্রিয় নেতাদের কমিটিতে দায়িত্ব দিতে সবাই একমত পোষণ করেন। সভায় শরণখোলা উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থীর পক্ষে সকল নেতাকর্মীকে কাজ করার আহবান জানানো হয়।
Leave a Reply