বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ১১:৪১ অপরাহ্ন
বাগেরহাট অফিস
বাগেরহাটের রামপালের সগুনে গ্রামে রাধিকা নামে এক গৃহবধুর হত্যাকে কেন্দ্র করে পাল্টা পাল্টি অভিযোগ পাওয়া গেছে।পুলিশ জানায়,সগুনা গ্রামের দিলিপ কুমার পালের স্ত্রী রাধিকা রানী পাল মারা গেছে।এঘটনায় তদন্ত চলছে পোষ্ট মডেমের পর বিস্তারিত জানা যাবে।প্রতিবেশী কৃষ্ণ পদ পাল এর পুত্র সুদিপ পাল বলেন,দিলিপ আমার চাচাত ভাই সে একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে তার অসুস্থ স্ত্রী রাধিকাকে ঘুষি মারলে সে মাটিতে লুঠিয়ে পড়ে।আহতবস্থায় তাকে ঝনঝনিয়া হাসপাতালে ভর্তি করলে সে মারা যায়।এদিকে এঘটনাকে কেন্দ্র করে আমার প্রতিপক্ষরা হত্যাকে পুজি করে ঘটনাটি ভিন্ন খাতে নেওয়ার জন্য দেনদরবার করছে।আমি সুষ্টু তদন্ত পুর্বক হত্যা কারীর দৃষ্টান্ত মুলক শাস্তি চাই।রাধিকার স্বামী দিলিপ কুমার পাল বলেন,পুর্ব শক্রতার কারনে সুদিপ পাল আমার স্ত্রীকে কিল ঘুষি মারার কারনে তার মৃতু হয়েছে।আমি তার বিচার চাই।সন্ধা ৭টায় এরিপোর্ট লেখা পর্যন্ত রামপাল থানার অফিসার ইনচার্জ মনজুরুল ইসলাম বলেন,এই মুহুতে ঘটনাস্থলে আছি লাশ পোষ্ট মডেমের জন্য বাগেরহাট মর্গে পাঠানো হচ্ছে।তদন্ত অব্যাহত আছে। এই মুহুর্তে বিস্তারিত বলা সম্ভব নয়।
Leave a Reply