শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪, ১১:০২ অপরাহ্ন
চুলকাঠি ডেস্ক : বাগেরহাট সদর উপজেলার হাকিমপুর শিকদার বাড়িতে এ বছর পূজা হচ্ছে না- গতকাল চুলকাঠি প্রেস ক্লাবের সাংবাদিকদের সাথে আসন্ন শারদীয় দুর্গাপুজা নিয়ে মত বিনিময় কালে পূজার পৃষ্ঠপোষক শিল্পপতি লিটন শিকদার সাংবাদিকদের এ কথা জানান। করোনা সংক্রমণ রোধে তিনি সাংবাদিকদের মাধ্যমে ভক্ত-দর্শকদের এ মন্ডপে না আসার জন্য নিরুৎসাহিত করেছেন।তিনি জানান, তার পিতা স্বর্গীয় দুলাল শিকদারের উদ্যোগে ২০০১ সালে ২৫১ টি প্রতিমার মধ্য দিয়ে শিকদার বাড়ির শারদীয় পূজা শুরু হয়। শৈল্পিক নৈপূন্য ও বৈচিত্রতার কারনে দক্ষিণাঞ্চলের আকর্ষনীয় দূর্গা মন্ডপে পরিণত হয়েছে। ধর্মানুরাগী ভক্তদের আরও মনাকর্ষন করতে প্রতি বছর প্রতিমার সংখ্যা বৃদ্ধি ও তার সাথে বৈচিত্র ও আকর্ষনীয় সন্নিবেশ ঘটান।২০১৯ সালে এ মন্ডপের প্রতিমার সংখ্য ৮০১ টি। করোনা সংক্রমণ রোধে এ বছর এ মন্ডপে পূজা হচ্ছে না। শুধুমাত্র ঘট পূজা হবে বলে তিনি জানান।
Leave a Reply