চুলকাঠি অফিস : বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিনের মা ও বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ তন্ময়ের দাদী মোসাঃ রাজিয়া নাসেরের সুস্থ্যতা কামনায় আলোচনাসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে বাগেরহাট সদর উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে বিশ্ব ঐতিহ্য ষাটগম্বুজ মসজিদে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
বাগেরহাট সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আক্তারুজ্জামানের সভাপতিত্বে দোয়া অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগ নেতা সরদার ফখরুল আলম সাহেব, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ মতিন, বাগেরহাট পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ বশিরুল ইসলাম, সাধারণ সম্পাদক ইবনে মিজান হীরু, এড. সেলিম আজাদ, কাজী মুনছুর, ইউপি চেয়ারম্যান শেখ শমসের আলী, ফকির ফহম উদ্দিনসহ সদর উপজেলার সকল ইনউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদকসহ বিভিন্ন সহযোগী নেতারা উপস্থিত ছিলেন।আলোচনা সভা শেষে মোসাঃ রাজিয়া নাসেরের রোগ মুক্তি কামনা করে বিশেষ মোনাজাত করেন ষাটগম্বুজ মসজিদের ইমাম ও খতিব মাওলানা হেলাল উদ্দিন।
Leave a Reply