রবিবার, ০৬ অক্টোবর ২০২৪, ০১:৫০ পূর্বাহ্ন
বাগেরহাট অফিস
বাগেরহাটে পেঁয়াজের বাজার নিয়ন্ত্রণে রাখতে অভিযান অব্যাহত রেখেছে জেলা প্রশাসন।গতকাল দুপুরে বাগেরহাট জেলার প্রধান বাজারে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রে রিফাত নূর মৌসুমী এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
বাগেরহাটের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রিফাত নূর মৌসুমী বলেন, ‘‘অবৈধ ব্যবসায়িক সিন্ডিকেট-এর মাধ্যমে বাজারে পেঁয়াজের কৃত্রিম সঙ্কট সৃষ্টি করে যাতে মূল্য বৃদ্ধি করতে না পারে,সেজন্য আমরা অভিযান শুরু করেছি।এর অংশ হিসাবে সিমেন্ট রডের দোকানে লাইসেন্স সংক্রান্ত এবং সড়ক পরিবহন আইন ২০১৮ নিশ্চিতকরণে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।জনস্বার্থে জেলা প্রশাসনের এই কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তিনি।
Leave a Reply