বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪, ১০:৫২ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
পবিত্র ঈদ-উল-আযহা  উপলক্ষে জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা ঈদ মোবারক
সংবাদ শিরোনাম :
চুলকাটিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত রামপাল-মোংলায় কৃষিকে বাঁচাতে ওয়াপদা বেড়িবাঁধ বাস্তবায়ন করা হবে-কৃষিবিদ শামীমুর রহমান শামীম বাগেরহাটে জিয়া পরিষদের আনন্দ মিছিল ও সমাবেশ চুলকাটিতে বসতবাড়ী ভাংচুর ও মালামাল লুট আহত ২ বাগেরহাটে বিএনপির সম্প্রীতি সমাবেশ বাংলাদেশকে জনকল্যাণমূলক রাষ্ট্রে পরিণত করতে হবে রামপালের জনসভায় কেন্দ্রীয় নেতা কৃষিবিদ শামীমুর রহমান হাকিমপুর মাদ্রাসার আজীবন সদস্য সম্মেলন অনুষ্ঠিত বাগেরহাটে রাজনৈতিক ক্ষমতায়নে কর্মশালা বাগেরহাটে শ্রমিক নেতাকে মারপিটের অভিযোগে সংবাদ সম্মেলন রামপালে কেন্দ্রীয় বিএনপি নেতা শামীমকে নিয়ে অপপ্রচারের অভিযোগে ছাত্রদলের বিক্ষোভ
প্রকাশিত সংবাদের প্রতিবাদ

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

গত ১৭ই সেপ্টেম্বর ,দৈনিক সময়ের খবর,প্রবর্তন,দৈনিক নওয়াপাড়া ও বিজয় বাংলা ২৪,কম এ চিতলমারী বসত বাড়ী দখল নিতে প্রভাবশালীরা বেপরোয়া প্রকাশিত সংবাদটি আমাদের দৃষ্টি গোছর হয়েছে।পিপড়া ডাঙ্গা মৌজার দাগ খতিয়ান বিহিন লিখিত অজ্ঞাত মামলার নিস্পত্তি না চলমান সংবাদ কিছুই উল্লেখ নাই।তবে সাইফুল হাওলাদার,মো: হেলাল সরদার ও মা: রফিকুল ইসলাম এর বিরুদ্ধে আনিত অভিযোগ সম্পুর্ন মনগড়া ও ষড়যন্ত্র মুলক হইতেছে।প্রকৃতপক্ষ মো: সাইফুল ইসলাম এর পিতা মোজাম্মল হাওলাদার ৭নং সন্তোষপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এবং বর্তমান উক্ত সাইফুল এর জোষ্ঠ্য বান সামিয়া রহমান বিউটি বর্তমান বার বার নির্বাচিত চেয়ারম্যান।আগামী ইউপি নির্বাচনকে সামনে রেখে একটি কুচক্রী মহল ভবিষ্যতে সুবিধা লোটার লক্ষ্য ঐ তারিখ অসত্য বক্তব্য ও অসত্য মোকর্দ্দমার অবতারনা বর্ননা দিয়ে ঐরুপ অসত্য সংবাদ উল্লেখিত একাধিক পত্র পত্রিকায় রিপোর্ট করাতে সক্ষম হয়েছেন।আমাদের সম্পত্তির পরিচয় বাগেরহাট জেলার চিতলমারী উপজেলার কিসমত পিপড়াডাঙ্গা মৌজা।যার এস,এ ৪৫নং খতিয়ানের রেকর্ডীয় মালিক হরদ্রনাথ মন্ডল যাহা বি আর এস ২০৪ নং খতিয়ানের ৯১৯ দাগের ০৪ শতক সম্পত্তি আমাদের নামীয়।এবং জোহর আলী মোল্লার সম্পত্তির এস,এ ৪৫ নং খতিয়ানের রেকর্ডীয় মালিক পরবর্তী ও হর্মা যাহার আর,এস ৯৪ নং খতিয়ানের ৯১৮ দাগ যাহা অবস্থিত।সোবাহান বাওয়ালী এস,এ ৪৫ নং খতিয়ান ঐ একই মালিকের নিকট থেকে সম্পত্তির প্রাপ্ত হয় যাহার আর এ ৯০ খতিয়ানের ৯১৭ নং দাগ রেকর্ড করান। তাহাত উল্লেখিত জোহর আলী মোল্লা ও তাহার পুত্র জাহিদুল ইসলাম ও সোবাহান বাওয়ালীর সম্পত্তির সাথে আমাদের সম্পত্তির কোনো সম্পর্ক বা মিল নাই।আরো প্রকাশ থাকে যে আমাদের বা হরদ্রনাথ মন্ডলের বিরুদ্ধে জাহিদুল এর পিতা জোহর আলী মোল্লা দেওয়ানী ৮৮/২০০৮ নং চিতলমারী সহকারী জজ আদালত মিস ৭৫/২০০৮ এবং ১৪৪ নং ধারা বাগেরহাট অতি: জেলা প্রশাসক আদালত মোকর্দ্দমা দায়ের করে। দ্বিপক্ষীয় বিচার হলে যায় উহার বিরুদ্ধে জাহিদুল এর পিতা উচ্চ আদালতে কোনো প্রকার আপীল করেন নাই।উল্লেখিত সোবাহান বাওয়ালী এলাকায় নিরিহ,গরীব ও হত দরিদ্র পঙ্গুদের সম্পত্তি আত্বসাদ এর জন্য একাধিক মামলা মোকর্দ্দমা করিয়া আসিতেছে তাই এই মর্মে এলাকায় তিনি মামলাবাজ নামে জনশ্রতি আছে। এখান আরা প্রকাশ থাকে যে,উল্লেখিত জাহিদুল ইং ১৭/০৯/২০২০ সাতটি দৈনিক প্রকাশিত মিথ্যা সংবাদ এর প্রতিবাদ ও নিন্দা জানাই।

মোঃ সাইফুল হাওলাদার

মোঃ হেলাল সরদার

মোঃ রফিকুল ইসলাম

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published.

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৪, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers