শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩, ০২:০০ অপরাহ্ন

চুলকাটি অনলাইন টিভি ও নিউজ মিডিয়া, সত্য প্রকাশের অঙ্গীকার। 
শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌপথে ফেরি চলাচল বন্ধ, পাটুরিয়া ঘাটে বেড়েছে গাড়ির চাপ

শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌপথে ফেরি চলাচল বন্ধ, পাটুরিয়া ঘাটে বেড়েছে গাড়ির চাপ

নাব্য সংকটের কারণে শিমুলিয়া কাঁঠালবাড়ি নৌপথে ফেরি চলাচল বন্ধ থাকায় গাড়ির চাপ বেড়েছে পাটুরিয়া ঘাটে। যাত্রীবাহী ও জরুরি পণ্যবাহী গাড়িগুলোকে অগ্রাধিকার ভিত্তিতে পার করায় ঘাট এলাকায় আটকা পড়েছে সাড়ে চারশ’ পণ্যবাহী ট্রাক। এতে ভোগান্তিতে পড়েছেন ট্রাকের চালক ও সহযোগীরা। আজ সোমবার সকাল ১০টায় ট্রাক টার্মিনালে আড়াইশ ও ঘাটের কাছে মহাসড়কে দুইশ পণ্যবাহী ট্রাক ফেরি পারের অপেক্ষায় আটকা থাকতে দেখা গেছে। তবে যাত্রীবাহী গাড়ির তেমন চাপ নেই বলে জানিয়েছেন বিআইডব্লিউটিসি আরিচা আঞ্চলিক কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক (মেরিন) আব্দুস সাত্তার। তিনি বলেন, পাটুরিয়া দৌলতদিয়া নৌপথেও নাব্যতা সংকট রয়েছে। গত ৩০ আগস্ট থেকে ফেরিগুলো বিকল্প পথে চলাচল করছে। এতে সময় কিছুটা বেশি লাগছে। তবে মূল চ্যানেলে নাব্যতা ফিরিয়ে আনতে সেখানে ড্রেজিং চলছে। আগামী এক থেকে দুই দিনের মধ্যে চ্যানেল দিয়ে ফেরি চলাচল করতে পারবে। এই পথে ১৭টি ফেরি চালু রয়েছে। শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌপথের নাব্যতা ফিরে আসলেই বিদ্যমান সমস্যার সমাধান হবে।

Print Friendly, PDF & Email

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published.

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০২০২১, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers