মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ০২:৫৬ পূর্বাহ্ন
চুলকাঠি ডেস্ক : বাগেরহাট সদর উপজেলার মাধ্যমিক শিক্ষা আফিসার মাছুদা আক্তার বৃহস্পতিবার ভোর ৫ টার সময় ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। জানা যায়, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মাছুদা আক্তার দীর্ঘ দিন ধরে ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন। দীর্ঘদিন চিকিৎসাধীনের মধ্যে সম্প্রতি তার শারীরিক অবস্থার চরম অবনতি হয় এবং কৃত্রিম শ্বাস-প্রশ্বাসের সাহায্যে চলছিল তার জীবন ঘন্টা। বৃহস্পতিবার ভোর ৫ টায় তার মৃত্যু হয় ( ইন্না লিল্লাহি — -_ রাজিউন)। তিনি দীর্ঘ দিন ধরে সদর উপজেলায় মাধ্যমিক শিক্ষা অফিসার হিসাবে দায়িত্ব পালন করেছেন। দীর্ঘ দিনে তিনি শিক্ষকদের আপন করে নিয়েছেন। তার মৃত্যুর সংবাদ শিক্ষক সমাজকে খুব শোকাহত করেছে। জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ কামরুজ্জামান, উপজেলা একাডেমিক সুপার ভাইজার এসএম হিশামুল হক সহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।
Leave a Reply