মঙ্গলবার, ০৬ জুন ২০২৩, ০৭:১৯ অপরাহ্ন

শিরোনাম :
ফকিরহাটে শিক্ষার্থী ধর্ষণ মামলার আসামী কবিরাজ গ্রেপ্তার চুলকাটিতে ভোগ দখলীয় জমি হতে জোরপূর্বক গাছ কর্তন মামলা দায়ের ফকিরহাটে দুটি ক্লিনিকে ১লাখ ৪০হাজার টাকা জরিমানা বাগেরহাটে যায়যায়দিনের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মোংলা বন্দর দিয়ে বাড়ছে গার্মেন্টস পণ্য রপ্তানি বিশ্ব পরিবেশ দিবসে বাগেরহাটে র‌্যালী ও আলোচনা সভা রামপালে মৎস্যঘের দখল করে লুটপাটের অভিযোগ রামপালে ভয়াবহ  অগ্নিকান্ডে ২ কোটি টাকার ক্ষতি  ফায়ারসার্বিসের ৩ কর্মী  আহত রামপালে জমির বিরোধে হামলায় আহত-৫ আটক-২ মোংলায় বাপা’র মানববন্ধনে বক্তারা সুন্দরবন ও উপকূলীয় এলাকায় একবার ব্যবহার্য প্লাস্টিক নিষিদ্ধ করতে হবে
পাওনা টাকা চাইতে গিয়ে মোংলায় সন্ত্রাসী হামলায় দুই সার্ভেয়ার আহত

পাওনা টাকা চাইতে গিয়ে মোংলায় সন্ত্রাসী হামলায় দুই সার্ভেয়ার আহত

নিজস্ব প্রতিবেদক (মোংলা)  :  মোংলায় পাওনা টাকা চাইতে গিয়ে সন্ত্রাসীদের হামলায় দুই সার্ভেয়ার গুরুতর আহত হয়েছে। শুক্রবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে উপজেলার চাদঁপাই ইউনিয়নের চাদঁপাই মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন ব্রিজের গোড়ায় এ হামলার ঘটনা ঘটে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে  ভর্তি করলেও সন্ত্রাসীদের হুমকি-ধামকিতে থানায় মামলা দিতেও পারছেনা বলে রবিবার সকালে হাসপাতাল থেকে অভিযোগ করেন আহত ওই দুই সার্ভেয়ার ও তার পরিবারের সদস্যরা। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে  গিয়ে জানা যায়, শুক্রবার সকালে সার্ভেয়ার নওয়াব আলী প্রতিবেশী মনিরুল ইসলামের কাছে চিংড়ী ঘেরের জমির হারির পাওনা টাকা চাইতে গেলে ক্ষমতাশীনদের ভয় দেখিয়ে টাকা দিবেনা বলে গাল মন্দ করে সার্ভেয়ার নওয়াব আলীকে। এসময় নওয়াব আলী কিছু না বলে তার বড় ভাই এলাকার চৌকিদার জাহাঙ্গির হোসেনকে বিষয়টি জানায়। এতে মনিরুল আরো ক্ষিপ্ত হয়ে ওই সময়ই সার্ভেয়ার নওয়াব আলীকে গালাগালী ও মারধর করে চলে যায়। সামান্য পাওনা টাকার জন্য সার্ভেয়ারের গায়ে হাত তোলা নিয়ে ক্ষিপ্ত হয় মনিরুলের বড় ভাই চৌকিদার জাহাঙ্গির হোসেন। সন্ধ্যার দিকে সার্ভেয়ার নওয়াব আলীসহ বিষয়টি মিট মিমাংশা করার জন্য উভয়কে ডেকে আনে স্থানীয় চৌকিদার ও এলাকাবাসী। এসময় স্থানীয় চিহ্ণিত সন্ত্রাসী মনিরুল মল্লিক, লোকমান মল্লিক, একরাম মল্লিক, এনামুল কবির ও হাফিজুর রহমানসহ কয়েকজন একাত্রিত হয়ে লাঠি-সোটা নিয়ে পুনরায় সার্ভেয়ার নওয়াব আলীকে পিটাতে থাকে। নওয়াবের ডাকচিৎকার শুনে স্কুল মাঠে খেলা দেখতে আসা সার্ভেয়ার আলী হোসেন নওয়াব আলীকে উদ্ধারে এগিয়ে আসলে  তাকেও বেধরক মারধর করে এসকল সন্ত্রাসীরা।এসময় এলাকাবাসী ছুটে আসলে তাদের অচেতন রেখে সন্ত্রাসীরা দ্রুত পালিয়ে যায়। আহত নওয়াব আলী ও আলী হোসেনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে  ভর্তি করে। এনিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। তবে আহত সার্ভেয়ারদের অভিযোগ, এলাকায় এক প্রভাবশালী ও ক্ষমতাশীন নেতার ছত্রছায়ায় কিছু চিহ্ণিত সন্ত্রাসী গড়ে উঠেছে। তার ইন্ধনেই বিনা অপরাধে আমাদের উপর এ হামলা চালিয়েছে তারা। এসকল সন্ত্রাসীদের হুমকির ভয়ে হাসপাতালে চিকিৎসা নিতে ও থানায় মামলা দিতে পারছেনা হামলার শিকার অসহায় এ পরিবারের সদস্যরা।প্রত্যক্ষদর্শী স্থানীয় চৌকিদার জাহাঙ্গির হোসেন বাগেরহাট টুয়েন্টি ফোরকে বলেন, আমার ছোট ভাই মনিরুল অপরাধ করেছে, তাই জেনে তাদের উভয়কে ডেকে মিট মিমাংসা করার জন্য ডেকে ছিলাম কিন্ত আমার সামনে ছোট ভাই তার দলবল নিয়ে যে ঘটনা ঘটিয়েছে তাতে আর কিছু বলার নাই। এখানে শুধু সার্ভেয়াররা অপমানিত হয়নি, আমিসহ এখানে অনেকেই অপমানিত হয়েছি।রবিবার দুপুরে চাঁদপাই ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ আজিজুর রহমান জানায়, চাঁদপাই এলাকায় যে মারামারীর ঘটনা ঘটেছে এটা অনাকাক্ষিত। বিষয়টি জানতে পেরে চাঁদপাই ইউপি চেয়ারম্যান মোল্লা মোঃ তরিকুল ইসলাম ও মিঠাখালী ইউপি চেয়ারম্যান মোঃ ইসরাফিল  হাওলাদারকে জানানো হয়েছে। বিষয়টি নিয়ে উভয় পক্ষকে ডেকে মিটিয়ে দেয়ার জন্য তাদের অনুরোধ করা হয়েছে।

Print Friendly, PDF & Email

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published.

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০২০২১, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers