শুক্রবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৫, ০২:১৬ পূর্বাহ্ন
চুলকাঠি ডেস্ক : করোনা পরীক্ষা ও চিকিৎসা নিয়ে প্রতারণাসহ নানা অভিযোগে গ্রেপ্তার রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান সাহেদের অ্যাক্রেডিটেশন কার্ড বাতিল করেছে সরকার। একটি পত্রিকার প্রকাশক ও সম্পাদক হিসেবে এই কার্ড নিয়েছিলেন তিনি। প্রধান তথ্য কর্মকর্তা সুরথ কুমার সরকার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, প্রতারণামূলক কাজের জন্য কেউ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে ধরা পড়লে অ্যাক্রেডিটেশন কার্ড বাতিল হয়ে যাবে। সেই হিসেবে তার কার্ডটি বাতিল করা হয়েছে। জানা গেছে, দৈনিক নতুন কাগজ নামে একটি পত্রিকার প্রকাশক ও সম্পাদক হিসেবে অ্যাক্রেডিটেশন কার্ড নেন সাহেদ। গত বছরের ৩ ডিসেম্বর তার কার্ডটি ইস্যু করে তথ্য অধিদপ্তর। কার্ডটির নম্বর ৬৮৪৫। চলতি বছরের ২ ডিসেম্বর পর্যন্ত এর মেয়াদ ছিল।
Leave a Reply