মঙ্গলবার, ১২ নভেম্বর ২০২৪, ০৭:৩৭ অপরাহ্ন
চুলকাঠি ডেস্ক : বাগেরহাটের ফকিরহাটে হাইসাওয়া জার্মান প্রকল্পের উদ্যোগে সোমবার (১৩ জুলাই) সকাল ১১ টায় উপজেলার ডাকবাংলা মোড়ে হ্যান্ড ওয়াস স্টেশনের কাজের শুভ উদ্বোধন করা হয়। এসময় ফিতা কেটে উদ্বোধন করেন ফকিরহাট উপজেলা সহকারী কমিশনার (ভুমি) রহিমা সুলতানা বুশরা।এসময় অন্যান্যের মাঝে আরো উপস্থিত ছিলেন, ফকিরহাট সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শিরিনা আক্তার কিসলু, হাইসাওয়া খুলনা বিভাগীয় প্রোগ্রাম অফিসার মোঃ মাহাবুব রশিদ, হাইসাওয়া প্রোগ্রাম অফিসার সরফরাজ আহমেদ, প্রোগ্রাম সমন্বয়কারী বুলু চাকলাদার সহ অন্যান্যরা।এসময় খুলনা বিভাগীয় প্রোগ্রাম অফিসার মোঃ মাহাবুব রশিদ বলেন, হাইসাওয়া জার্মান প্রকল্পের মাধ্যমে ফকিরহাট উপজেলার ৫ টি ইউনিয়নের গুরুত্বপূর্ণ স্থানে হ্যান্ড ওয়াস স্টেশন নির্মান করা হবে। এই করোনা মহামারীতে যাতে সকলে সুরক্ষিত থাকে সেজন্য আমাদের এই ক্ষুদ্র প্রয়াস।উপজেলা সহকারী কমিশনার (ভুমী) রহিমা সুলতানা বুশরা বলেন, হাইসাওয়া জার্মান প্রকল্পের এমন উদ্যোগ-কে ধন্যবাদ জানাই। তবে সকলের সচেতন হওয়া অনেকটাই জরুরী। এই হ্যান্ড ওয়াস স্টেশনের ব্যাবহার নিশ্চিত করতে হবে। সচেতনতাই পারে আমাদের এই মহামারী থেকে রক্ষা করতে।
Leave a Reply