শনিবার, ১২ অক্টোবর ২০২৪, ১২:৩১ পূর্বাহ্ন
আলমগীর হোসেন :ফকিরহাটের বেতাগাতে সিমের সমস্যার কারনে করোনা কালীন সরকারি সহায়তা যারা পাননি তাদের সিম ক্রয় সম্পূর্ণ হয়েছে।রবিবার সকাল থেকে সারাদিন বেতাগা ইউনিয়ন পরিষদ চত্তরে চলে সিম বিক্রয়। সেখান থেকে সিমের সমস্যার কারনে করোনা কালীন সরকারি সহায়তা যারা পাননি তারা সিম ক্রয় করেছেন।সিম ক্রয় করার জন্য বেতাগা ইউপি সচিব এস. এম দাউদ আলী সহ সকল ইউপি সদস্যবৃন্দ সহযোগীতা করেন।
সি২৪/নিউজ
Leave a Reply