বাগেরহাট আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে বৃক্ষরোপণ সহ বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে বাগেরহাট সদর থানা আওয়ামী লীগের সভাপতি ও ষাটগম্বুজ ইউপি চেয়ারম্যান শেখ আখতারুজ্জামান বাচ্চুর সভাপতিত্ব এই কর্মসূচি পালিত হয় বাগেরহাট সদর উপজেলা ষাট গম্বুজ মসজিদ প্রাঙ্গণে বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন করা হয় এসময় থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও যাত্রাপুর ইউপি চেয়ারম্যান এমএ মতিন সহ সকল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক ও অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। করোনার প্রভাবে দেশের এই সময় দেশবাসীর নিরাপত্তা বিবেচনায় সামাজিক দূরত্ব বজায় রেখে পরিবেশ সুরক্ষায় সংগঠনের বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন। বক্তারা বলেন, আওয়ামী লীগের নেতৃত্বে বর্তমান সরকার দেশের উন্নয়ন করে চলছে। বর্তমান সরকার দেশের এই ক্রান্তিলগ্নে সাধারন মানুষের পাশে থেকে মানুষকে বিপদ মুক্ত করবে।
Leave a Reply