রবিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৫, ১২:১৪ অপরাহ্ন
তরিকুল মোল্লা, বাগেরহাট প্রতিনিধি:
বাগেরহাট সদরের খানপুরে সেন্ট জেভিয়ার প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনে নিহতদের স্মরণে শীতবস্ত্র বিতরণ ও মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২০ জানুয়ারি) সকাল ১১ টায় দৈনিক আমার দেশ ও খবর বাংলা ২৪ এর জেলা প্রতিনিধি শেখ মিরানুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাগেরহাট জেলা যুবদলের সাবেক সভাপতি ফকির তারিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাগেরহাট জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক সুজা উদ্দিন মোল্লা সুজন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বাগেরহাট জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব আজরীন আরবী, বাসাবাটি গির্জার গির্জা প্রধান ফাদার ডমিনিক কে. হালদার, মিডল্যান্ড ব্যাংক ফয়লা বাজার শাখার ম্যানেজার কাজী মোকাররম হোসেন, শাপলা ফুল (এনজিও) এর নির্বাহী পরিচালক রেহেনা পারভিন লাকি, সেন্ট জেভিয়ার প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জোসেফ সরকার, পালপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মৃন্ময় মন্ডল, আল মদিনা কিন্ডারগার্ডেনের প্রধান শিক্ষক জেসমিন আরা রোজী, বিশিষ্ট ব্যবসায়ী রাজু মল্লিক, চুলকাটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আরিফ ঢালী, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মেডিকেল ক্যাম্পেইনে সেবা গ্রহীতা’সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
মিডল্যান্ড ব্যাংক চাকশ্রী বাজার এজেন্ট শাখার সহযোগিতায় ও সাংবাদিক শেখ মিরানুজ্জামানের ব্যক্তিগত অর্থায়নে ১০০ জন হতদরিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ ও ৩০০ এর অধিক দুস্থ ও অসহায়দের ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে তাৎক্ষণিক সেবা ও ঔষধ প্রধান করা হয়। অনুষ্ঠানের আয়োজক গণমাধ্যম কর্মী শেখ মিরানুজ্জামান সাংবাদিকদের বলেন, আমি ব্যক্তিগত উদ্যোগে ২০১৯ সাল থেকে এই প্রত্যন্ত অঞ্চলে সুবিধা বঞ্চিত মানুষ, যারা হাসপাতালে গিয়ে চিকিৎসা সেবা নিতে পারে না তাদের জন্য প্রতিবছর ফ্রি মেডিকেল ক্যাম্পেইনের ব্যবস্থা করে থাকি। আমি সবসময় সাধারণ মানুষের সহযোগিতা করার চেষ্টা করছি বিশেষ করে শীতের সময় শীতবস্ত্র ও ঈদের সময় ঈদ উপহার বিতরণ। এইসব কাজ আমি সৃজনশীল চিন্তাধারা থেকে করে থাকি, এটা আমার সাধারণ মানুষের প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশ।
Leave a Reply