শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ০২:৩৯ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক
বাগেরহাটের চুলকাটি বাজার অবস্থিত চুলকাটি প্রেসক্লাবের কর্মরত সাংবাদিকদের সাথে বাগেরহাট জেলা যুবদল সাবেক সাধারণ সম্পাদক মো সুজাউদ্দিন মোল্লা সুজনের সাথে মতবিনিময়। শনিবার (৫ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার সময় চুলকাটি প্রেসক্লাব মিলনায়তনে প্রেসক্লাবের সভাপতি সেকেন্দার মোড়ল এর সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথিকে ফুলের শুভেচ্ছা প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন চুলকাটি প্রেসক্লাবে সাবেক সভাপতি বর্তমান নির্বাহী সদস্য মিজানুর রহমান মিঠু, সাবেক সভাপতি ও বর্তমান নির্বাহী সদস্য গাজী মিজানুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আসাদুজ্জামান শেখ সোবহান, সাংগঠনিক সম্পাদক মো মিরানুজ্জামান মিরান, কোষাধ্যক্ষ অমিত কর বিলাস, সদস্য বিপুল চন্দ্র দেবনাথ, সদস্য রুম্মান মাহমুদ শৈশব, এসময় জেলা যুবদল নেতা সাংবাদিকের বলেন সাংবাদিকরা দেশ ও জাতির বিবেক সত্য নিষ্ঠ সংবাদ প্রকাশে সাংবাদিকের নিরপেক্ষতা ও জবাবদিহি মুলক কাজে অংশ গ্রহণ করে কাজ করবে এটা শুরু বিএনপি নয় গোটা জাতি সাংবাদিকের কাছে আশা করে। তিনি সাংবাদিকদের বলেন, দেশের বিভিন্ন স্থানে নৈরাজ্য সৃষ্টি ও আসন্ন দুর্গাপুজায় নাশকতা যাতে কেহ না ঘটাতে পারে এবং হিন্দু সম্প্রদায়ের মন্দিরে ও কোন লোকজনের উপর অন্যায় অত্যাচার জোর জুলুম চাঁদাবাজী, সন্ত্রাসী কর্মকাণ্ড যাতে না ঘটে সকল বিষয় উপর সজাগ দৃষ্টি রাখার আহবান জানান।
Leave a Reply