বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪, ০১:৩২ অপরাহ্ন
আসাদুজ্জামান শেখ সোবহান, নিজস্ব প্রতিবেদক
বাগেরহাট জেলার চুলকাটি বনিক পাড়া পূজামণ্ডপে দুর্গা পুজা প্রস্তুতি ও উৎযাপনে নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ এবং বেশ কয়েকটি মণ্ডপ পরিদর্শন করেছেন জেলা পুলিশ সুপার তৌহিদুল আরিফ এসময় উপস্থিত ছিলেন বাগেরহাট সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান চুলকাটি পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ ইনচার্জ বিকাশ চন্দ্র ঘোষ। রোববার (২৯ সেপ্টেম্বর) বেলা ২ টার সময় বনিকপাড়া পুজামণ্ডপ মাইনের স্কুল মন্দিরসহ বেশ কয়েকটি মন্দির ও পরিদর্শন করেন তিনি। পুজা মণ্ডপ পরিদর্শন করে পূজামণ্ডপের সার্কিব নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে বেশ কিছু পরামর্শ দেন পুলিশ সুপার। নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের ক্ষেত্রে সব ধরনের সহযোগিতা করার আশ্বাস দেন পূজা উদযাপন কমিটির কর্মকর্তাদের এসময় উপস্থিত ছিলেন কমারেশ সাধু, মিলন সাহা, সুমন, চুলকাটি বাজার ব্যবসায়ী শওকাত হাওলাদার, ফকির আল মানুন টিপু, মাসুম শেখ, জিয়া, ইকবাল হোসেন, চুলকাটি প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ সভাপতি সেকেন্দার মোড়ল, যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান শেখ সোবহান, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সাকিব হাসান জনি, ফকির আসাদুজ্জামান, মজনু শেখ, রুম্মান মাহমুদ শৈশব প্রমূখ।
Leave a Reply