বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪, ০১:৪৪ অপরাহ্ন
বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটে কর্মরত সাংবাদিকদের সাথে মত বিনিময় করেন নবনিযুক্ত পুলিশ সুপার মোঃ তৌহিদুল আরিফ।
শনিবার (৭ সেপ্টেম্বর) দুপুরে পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকদের সাথে এ মতবিনিময় করেন।
এ সময় তিনি উপস্থিত সকল সংবাদকর্মীদের সাথে তিনি পরিচিত হন, তাদের কথা মনোযোগ দিয়ে শোনেন।
বাগেরহাটের নবনিযুক্ত পুলিশ সুপার মোঃ তৌহিদুল আরিফ তার বক্তব্যে বলেন, পুলিশ কোন দলের নয়, পুলিশ রাষ্ট্রের। পুলিশ তার আইন ও নিয়ম অনুযায়ী জনগণের সেবা করবে। সেই সাথে অপরাধীদের আইনের আওতায় আনতে কাজ করবে। তিনি আরো বলেন, সাংবাদিকরা হলেন পোশাক ছাড়া পুলিশ। পুলিশ যেমন অপরাধীদের দমনে কাজ করেন, সাংবাদিকরাও তেমনি অপরাধীদের তথ্য প্রকাশ করেন। সাংবাদিকরা হল সমাজের দর্পণ।
এ সময় অন্যানের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ);(পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) জনাব মোঃ আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার(ক্রাইম অ্যান্ড অপস্) জনাব মোঃ রাসেলুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব মোঃ মাসুদ রানাসহ বাগেরহাট জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply