রামপাল (বাগেরহাট) সংবাদদাতা
রামপালে পর্ণগ্রাফি আইনে মামলা করায় বাদীকে হুমকি দেয়ার অভিযোগ পাওয়া গেছে। এতে নিরাপত্তাহীনতায় ভুগছেন ভুক্তভোগী হাসিবুর রহমানসহ তার পরিবার। জানা গেছে, রামপাল সদরের ওড়াবুনিয়া গ্রামের গৃহবধূর অশ্লীল ভিডিও ধারণ করে ৫ লক্ষ টাকা চাঁদা দাবি করে কতিপয় সন্ত্রাসী। চাদাঁ না পেয়ে হুমকি দিয়ে গৃহবধূকে ব্লাক মেইল করে অশ্লীল ছবি করে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দেয়। এ ঘটনার অভিযোগে পর্ণগ্রাফি আইনে বাগেরহাটের আমলি আদালতে বাদী ৫ জনকে আসামী করে গত ইং ২১-০৫-২০২৪ তারিখ ৩৩/২৪ নং পিটিশন মামলাটি দায়ের করেন। মামলাটি আমলে নিয়ে আদালত রামপাল থানাকে এফআইআর এর নির্দেশ দেন। রামপাল থানা পুলিশ তাৎক্ষণিকভাবে অভিযান চালিয়ে সদরের মালেক শেখের ছেলে প্রধান আসামি হাসান শেখ (৩৫) কে গ্রেপ্তার করে জেল হাজতে পাঠায়।
জানা গেছে, উপজেলা সদরের হাসিবুর রহমানের স্ত্রী (২০) কে ফুসলিয়ে ও ভয়ভীতি দিয়ে তার সাথে অবৈধ সম্পর্ক তৈরি করে ওই যুবক। একপর্যায়ে কৌশলে ওই গৃহবধূর গোপনীয় স্থির চিত্র ও ভিডিও চিত্রধারণ করে। পরে আসামীরা ৫ লক্ষ টাকা দাবি করে। দাবিকৃত টাকা দিতে অস্বীকার করলে আসামীরা যোগসাজশে টিকটক করে সামাজিক যোগাযোগ মাধ্যমে অশ্লীল ভিডিও ছেড়ে দেয়। এতে বাদী ও ভিকটিমের সামাজিকভাবে মানসম্মানের হানি ঘটে। চাঁদার টাকা না দেওয়ায় আসামি হাসান শেখ, আ. মালেক শেখ, আবু তালেক শেখ, আবু দাউদ শেখ ও সাইদ শেখ হুমকি দিতে থাকে। এতে বাদী ও ভিকটিম ভীত হয়ে পড়ে। তারা জানান, বিগত সময়ে তাকে বিভিন্ন হয়রানিমূ্লক মামলা করলেও পুলিশ তদন্তে তা মিথ্যা প্রমাণিত হয়। নতুন করে আরো মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানি করছে। তিনি বাগেরহাট জেলা পুলিশ সুপার ও রামপাল থানা পুলিশের নিরাপত্তা দাবী করেছেন।
Leave a Reply