বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪, ০২:৫১ অপরাহ্ন
বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটে পুলিশ সুপার হিসেবে নিয়োগ পেয়েছেন টুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. তৌহিদুল আরিফ।মঙ্গলবার (২৭ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জন নিরাপত্তা বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে এই আদেশ প্রদান করা হয়।রাষ্ট্রপতির আদেশক্রমে জননিরাপত্তা বিভাগের উপ-সচিব মো. মাহাবুর রহমান শেখ এই প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন।
নবনিযুক্ত পুলিশ সুপার মো. তৌহিদুল আরিফ বিসিএস ২৫ ব্যাচের। এর আগে তিনি টুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ছিলেন। তাকে পুলিশ সুপার পদে পদোন্নতি দিয়ে বাগেরহাটের পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে। পুলিশ সুপারের কার্যালয় সূত্রে জানা গেছে তিনি খুব শীঘ্রই যোগদান করবেন।
এর আগে ২১ আগস্ট এক প্রজ্ঞাপনে বাগেরহাটের পুলিশ সুপার আবুল হাসনাত খানকে বদলি করে সিলেট রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত করে জন নিরাপত্তা বিভাগ।
Leave a Reply