বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪, ০১:৩০ অপরাহ্ন
মেহেদী হাসান,(রামপাল)বাগেরহাট সংবাদদাতা
বিশ্ববরেণ্য আলেমে দিন আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী রহ ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নিহত শহীদদের স্মরণে গতকাল বুধবার(১৪ আগস্ট) সন্ধ্যার পরে রামপাল যুব সমাজ কর্তৃক আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
হাফেজ আব্দুর রহমানের সভাপতিত্বে ও সাবেক ছাত্রনেতা মোহাম্মদ জাহিদুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন রামপাল উপজেলা শাখার সভাপতি আসাদুজ্জামান আসাদ।
আরও উপস্থিত ছিলেন,হাফেজ মামুনুর রশিদ,সাবেক ছাত্রনেতা জিয়াউর রহমান, সাবেক ছাত্রনেতা সাব্বির রহমান , আরো উপস্থিত ছিলেন জনাব মোঃ শেরওয়ান হোসেন প্রমুখ।আলোচনায় বক্তারা বলেন, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর,মৃত্যুর জন্য যারা দায়ী তদন্তপূর্বক দোষীদের আইনের আওতায় আনতে হবে, ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সকল নিহত শহিদদের পরিবারকে সরকারিভাবে অনুদানের ব্যবস্থা করতে হবে,আহতদের সরকারিভাবে চিকিৎসার ব্যবস্থা করতে হবে,অতি দ্রুত খুনিদের বিচার করে ফাসি কার্যকর করতে হবে।
অনুষ্ঠানে কুরআনা তেলাওয়াত করেন হাফেজ মামুনুর রশিদ। দোয়া ও আলোচনা মাহফিল শেষে উপস্থিত সবাইকে তাবারকের ব্যবস্থা করা হয়।
Leave a Reply