ফকিরহাট প্রতিনিধি
বাগেরহাট জেলার ফকিরহাটের বেতাগা ইউনিয়নের মাসকাটা গ্রামের পিতা মৃত শিশুবর আইচের পুত্র নারায়ন চন্দ্র আইচের ভোগদখল জমিতে প্রতিপক্ষ দুর্বৃত্তরা গত ১৮/২/২০২৪ইং তারিখে অনুমান রাত ১২টার সময় পূর্বশত্রুতার জের ধরে পিতা মৃত কালিপদ আইচের পুত্র অমল আইচ ( ৫৫) পিতা মৃত গনেষ বসুর পুত্র দুলাল চন্দ্র বসু( ৩০) পিতা মৃত কালিপদ আইচের পুত্র কমল আইচ ( ৫২), বন্ধনা আইচ, অঞ্জু আইচসহ অজ্ঞাত কয়েকজনের দল ফকিরহাট উপজেলা বেতাগা ইউনিয়নের মাসকাটা ৪৯ নং মৌজার এস এ খতিয়ান নং ১৭নং এস এ দাগের ৩৮শতক জমিজমা সংক্রান্ত বিরোধের বিষয়
প্রতিপক্ষের বিরুদ্ধে বাগেরহাট আদালতে একটি মামলা চলমান রয়েছে, জমিজমা সংক্রান্ত বিরোধের ও আদালতে মামলা থাকায় প্রতিপক্ষ দুর্বৃত্তরা ক্ষিপ্ত হয়ে ঐ রাতে নারায়ণ চন্দ্র আইচের জমির ঘেরাবেড়া ভাংচুর ও কাটতে থাকলে আমি ও আমার পরিবারের সদস্যদের নিয়ে তাদের নিষেধ করলে প্রতিপক্ষ দুর্বৃত্তরা আমাদের উপর পূর্বপরিকল্পিত ভাবে সবিতা রানী ও কৃষ্ণা রানী কে বেদম ভাবে মারপিট করে শাড়ি কাপড় ছিঁড়ে বিবস্ত্র করে তার গলায় থাকা ১ভরি ওজনের একটি স্বর্ণের চেইন ও আটানা ওজনের একটি স্বর্ণের চেইন ছিনিয়ে নেয় যার মুল্য একলক্ষ পঞ্চাশ হাজার টাকা, আমাদের ডাকচিৎকারে এলাকার লোকজন ঘটনাস্থলে উপস্থিত হলে প্রতিপক্ষ দুর্বৃত্তরা বীরদর্পে চলে যাওয়ার সময় আমাকে ও আমার পরিবারের সদস্যদের বিভিন্ন ধরনের ভয়ভীতি দেখিয়ে বলে কোনো রকম পুলিশ -প্রসাশনের কাছে জানাইলে খুব খারাপ অবস্থা হবে বলে নারায়ণ চন্দ্র আইচ জানান, এসময়ে আহতদের স্হানীরা উদ্ধার করে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন তাদের অবস্থা আশঙ্কাজনক, এঘটনায় ফকিরহাট মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন বলে নারায়ণ চন্দ্র আইচ জানান, এবিষয় নারায়ণ চন্দ্র আইচ একটি লিখিত অভিযোগ দিয়েছেন বলে থানা পুলিশ সুত্র জানা গেছে।
Leave a Reply