বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪, ১১:৪৩ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
পবিত্র ঈদ-উল-আযহা  উপলক্ষে জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা ঈদ মোবারক
সংবাদ শিরোনাম :
চুলকাটিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত রামপাল-মোংলায় কৃষিকে বাঁচাতে ওয়াপদা বেড়িবাঁধ বাস্তবায়ন করা হবে-কৃষিবিদ শামীমুর রহমান শামীম বাগেরহাটে জিয়া পরিষদের আনন্দ মিছিল ও সমাবেশ চুলকাটিতে বসতবাড়ী ভাংচুর ও মালামাল লুট আহত ২ বাগেরহাটে বিএনপির সম্প্রীতি সমাবেশ বাংলাদেশকে জনকল্যাণমূলক রাষ্ট্রে পরিণত করতে হবে রামপালের জনসভায় কেন্দ্রীয় নেতা কৃষিবিদ শামীমুর রহমান হাকিমপুর মাদ্রাসার আজীবন সদস্য সম্মেলন অনুষ্ঠিত বাগেরহাটে রাজনৈতিক ক্ষমতায়নে কর্মশালা বাগেরহাটে শ্রমিক নেতাকে মারপিটের অভিযোগে সংবাদ সম্মেলন রামপালে কেন্দ্রীয় বিএনপি নেতা শামীমকে নিয়ে অপপ্রচারের অভিযোগে ছাত্রদলের বিক্ষোভ
চুলকাটিতে মহান বিজয় দিবস যথাযথ মর্যাদায় পালন

চুলকাটিতে মহান বিজয় দিবস যথাযথ মর্যাদায় পালন

চুলকাটি অফিস
বাগেরহাট সদর উপজেলার থানাধীন চুলকাটি বাজারে উৎসব ও উদ্দীপনা র‌্যালীর মধ্যে দিয়ে মহান বিজয় দিবস স্বাধীনতা চত্বর ও বধ্যভূমিতে যথাযথ মর্যাদায় পালন করা হয়েছে। আজ শনিবার (১৬ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার সময় মহান মুক্তিযুদ্ধে সকল শহীদদের স্মরণে চুলকাটি বাজার বনিক সমিতির আয়োজনে স্বাধীনতা চত্বর ও বধ্যভূমিতে পুষ্পস্তবক অর্পণ করেন, এসময় উপস্থিত ছিলেন চুলকাটি বাজার বনিক সমিতির সভাপতি মুরালী নন্দী, সহ-সভাপতি ডাঃ উৎপল দেবনাথ, সহ-সভাপতি সাইদুর রহমান, সাধারণ সম্পাদক ফকির মনিরুজ্জান (মনি),দপ্তর সম্পাদক দিলীপ কুমার দেবনাথ, এসময় আরোও উপস্থিত ছিলেন, বাগেরহাট সদর থানা আওয়ামী লীগের সহ-সভাপতি ননী গোপাল সাহা, খানপুর ইউনিয়ন আওয়ামী লীগের ১নং ওয়ার্ড সভাপতি চিন্ময় দেবনাথ, সাধারণ সম্পাদক সাহিদুর রহমান, খানপুর ইউনিয়ন আওয়ামী লীগের তথ্য ও প্রযুক্তি বিষযক সম্পাদক সাহাবুউদ্দিন ঢালী, বিশিষ্ট সমাজসেবক ওমর ফারুক,   বিশিষ্ঠ ব্যবসায়ী সরোয়ার হোসেন, মাসুদ ফকির প্রমূখ। একই সময়ে চুলকাটি প্রেসক্লাবসহ চুলকাটি পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ পরিদর্শক বিকাশ চন্দ্র ঘোষ এর নেতৃত্বে এ এস আই আবু বক্করসহ পুলিশের একটি চৌকস টিম মহান মুক্তিযুদ্ধের সকল শহীদদের প্রতি বিন¤্র শ্রদ্ধাঞ্জলী, সেলুট সন্মান প্রদর্শন শেষে স্বাধীনতা চত্বর ও বধ্যভূমিতে পুষ্পস্তবক অর্পণ করেন। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মহান বিজয় দিবস উৎযাপিত হয়।
বীরের জাতি হিসেবে আত্মপ্রকাশ করার দিনটিকে শ্রদ্ধার সাথে স্মরণ করেন । ১৯৭১ সালের এই দিনে নয় মাসের মুক্তিযুদ্ধ শেষে চূড়ান্ত বিজয়ের মধ্য দিয়ে অভ্যুদয় ঘটে বাঙালির স্বাধীন রাষ্ট্র বাংলাদেশের। বিজয়ের অনুভূতি সব সময়ই আনন্দের। তবে একই সঙ্গে দিনটি বেদনারও, বিশেষ করে যারা স্বজন হারিয়েছেন, তাদের জন্য। অগণিত মানুষের আত্মত্যাগের ফসল আমাদের এই স্বাধীনতা। প্রভাত সূর্যের রক্তাভ ছড়িয়ে পড়ে বাংলাদেশের এ প্রান্ত থেকে ও প্রান্তে। সমস্বরে একটি ধ্বনি যেন নতুন বার্তা ছড়িয়ে দেয়, জয় বাংলা বাংলার জয়, পূর্ব দিগন্তে সূর্য উঠেছে, রক্ত লাল, রক্ত লাল, রক্ত লাল। মহামুক্তির আনন্দ ঘোর এই দিনে এক নতুন উল্লাস জাতিকে প্রাণ সঞ্চার করে সজীবতা এনে দেয়।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published.

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৪, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers